উত্তরবঙ্গে বনাঞ্চলে গণ্ডারদের সুরক্ষায় মোটর সাইকেল উপহার দিল ‘আরণ্যক’
রিংকি মজুমদার
উত্তরবঙ্গে বনাঞ্চলে গণ্ডারদের সুরক্ষায় মোটর সাইকেল উপহার দিল উত্তরপূৰ্বের বেসরকারী সংস্থা ‘আরণ্যক’। সোমবার সংস্থাটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বন বিভাগের কৰ্মীদের হাতে ৮টি (বাজাজ পালসার ১৫০ সিসি এনইওএন এবিএস) মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এই সংক্ৰান্তে কোচবিহারের পাটলাখাওয়া এলাকায় বন বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠকও হয়ে যায়। মোটর সাইকেলগুলি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের পিসিসিএফ (প্ৰিন্সিপাল চিফ কনজারভেটার অব ফরেস্ট) এবং হেড অব ফরেস্ট ফোৰ্স (এইচ ও এফ এফ)-এর হাতে তুলে দেন আরণ্যক-এর সিইও বিভব কুমার তালুকদার।
উত্তরবঙ্গে বনাঞ্চলে গণ্ডারদের সুরক্ষায় মোটর সাইকেল উপহার দিল উত্তরপূৰ্বের বেসরকারী সংস্থা ‘আরণ্যক’। সোমবার সংস্থাটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বন বিভাগের কৰ্মীদের হাতে ৮টি (বাজাজ পালসার ১৫০ সিসি এনইওএন এবিএস) মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এই সংক্ৰান্তে কোচবিহারের পাটলাখাওয়া এলাকায় বন বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠকও হয়ে যায়। মোটর সাইকেলগুলি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের পিসিসিএফ (প্ৰিন্সিপাল চিফ কনজারভেটার অব ফরেস্ট) এবং হেড অব ফরেস্ট ফোৰ্স (এইচ ও এফ এফ)-এর হাতে তুলে দেন আরণ্যক-এর সিইও বিভব কুমার তালুকদার।
এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বন বিভাগের চিফ ওয়াইল্ড লাইফ ওয়াৰ্ডেন (সিডব্লিউএলডব্লিউ)এর সিনিয়র অফিসার সমেত নৰ্থ সাৰ্কেল -এর সিসিএফ আর কে সিন্হা, সিসিএফ ওয়াইল্ড লাইফ (নৰ্থ) জি পি ছেত্ৰী ছাড়াও জলদাপাড়া, গরুমারা এবং কোচবিহারের বন বিভাগের উচ্চ পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন।
৮ টি মোটর সাইকেলের মধ্যে ৩টে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, ২টো গরুমারা, ২টো কোচবিহার, এবং একটি দেওয়া হয়েছে জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিভিশনের জন্য। একখড়্গ যুক্ত গণ্ডারের সুরক্ষার জন্য বন বিভাগ উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জে সুরক্ষা দিতে চাইছে।










কোন মন্তব্য নেই