Header Ads

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের প্রতিবাদ

নয়া ঠাহর প্রতিবেদন : পিয়াঁজ সহ অন্যান্য শাক-সবজি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক  মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের কয়েকশো সদস্য আজ গুয়াহাটি  রাজীব ভবনের সামনে উত্তাল প্রতিবাদ করে, পুলিশের সঙ্গে  হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। পেয়াঁজ সহ  নিত্য  ব্যবহার্য বস্তুর দাম কমাতে হবে, চাকরি দিতে হবে ইত্যাদি  লেখা সব ব্যানার  নিয়ে যুব কংগ্রেস সদস্যরা  বিজেপি বিরোধী স্লোগান  দিতে দিতে জিএস রোডে চলে আসে।প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী র কুশপুতুল দাহ করে, পুলিশ বাধা দেবার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়।  
যুব  কংগ্রেস নেতারা হুমকি দেয় আগামীতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। উপ নির্বাচনে মনোনয়ন পত্র  জমা দিতে গিয়ে আজ সোনারীতে প্রার্থী সুশীল সুরি, বিরোধী  দলপতি দেবব্রত সাইকিয়া, অপূর্ব ভট্টাচার্য, সুশান্ত বরগোহাই, রূপজ্যোতি কুর্মি প্রমুখ গলায় পেঁয়াজ এবং রসুনের মালা পরেন। বিজেপি বিধায়ক  প্রশান্ত ফুকন পরামর্শ  দিয়েছেন দুটির  জায়গায় একটি পেঁয়াজ খান।  বিজেপি মুখপাত্র  জানিয়েছেন পেয়াঁজ উৎপাদন কারি রাজ্য মহারাষ্ট্রের নাসিকে অতি বৃষ্টি ও বন্যার ফলে পিয়াঁজ উৎপাদন হ্রাস পেয়েছে।ভারত  সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.