ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে গ্রেফতার
![]() |
| অমিতযোগীর বাড়ি। ছবি- সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার বিলাসপুরের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।
২০১৩ সালে জনজাতি অধ্যুষিত মারওয়াহি কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন অমিত যোগী। তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির সমীরা পাকিরা। সম্প্রতি সমীরা, অমিত যোগীর বিরুদ্ধে ভুয়ো় তথ্য দেওয়ার অভিযোগ তোলেন।
সমীরার দাবি, ১৯৭৮ সালে ছত্তিশগড়ের সরবেহারা গৌরালা গ্রামে অমিত যোগী জন্মগ্রহণ করেন বলে হলফনামায় জানিয়েছিলেন। কিন্তু, আসলে তিনি ১৯৭৭ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন। নিজের জাত সম্পর্কে মিথ্যা বলেছেন অমিত। এই বিষয়ে সমীরা অভিযোগ দায়ের করলে, গ্রেফতার করা হয় অমিত যোগীকে।
অমিতের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীও জনজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি নন বলে দীর্ঘ তদন্তের পর হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি জানিয়েছিল। তাই অজিত যোগীর বিধায়ক পদে টিকে থাকা নিয়ে সংশয় রয়েছে।









কোন মন্তব্য নেই