অসমের টিয়ক-এর চা বাগানে চিকিৎসক হত্যাকাণ্ডের তীব্ৰ নিন্দা করে ইলোরা বিজ্ঞান মঞ্চের বরপেটারোড শাখা
নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ কৰ্তব্যরত অবস্থায় অসমের টিয়ক চা বাগানের হাসপাতালে চিকিৎসক ডঃ দেবেন দত্তকে গত শনিবার বিকেলে একাংশ দুষ্কৃতি প্ৰহার করে হত্যা করে। তারই প্ৰতিবাদে ইলোরা বিজ্ঞান মঞ্চের বরপেটারোড শাখার সদস্যরা প্ৰদীপ জ্বালিয়ে চিকিৎসকের আত্মার চিরশান্তি কামনা করে তাঁকে শ্ৰদ্ধাঞ্জলি জানান।
ছবি, নিজস্ব
বিজ্ঞান মঞ্চের বরপেটারোড শাখার সভাপতি ডঃ নারায়ণ দাস বলেন- অবসরের পরও মানব সেবায় নিজেকে উৎসৰ্গ করেছিলেন বৰ্ষীয়ান এই চিকিৎসক। তাঁকে নিৰ্মভাবে হত্যার করার প্ৰতিবাদের তীব্ৰ ভাষায় নিন্দা করা হচ্ছে। সেইসঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাসম্ভব শীঘ্ৰ সরকারের কাছে শাস্তির দাবি জানানো হয়।









কোন মন্তব্য নেই