Header Ads

দিল্লিতে অসমের ১৩টি বাঙালি সংঘঠনের উত্তাল প্রতিবাদ


নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি।অসমের ১৩ টি বাঙালি সংগঠন  একসাথে শুকবার   জাতীয় নাগরিকপঞ্জির বৈশ্যমেয়ের বিরুদ্ধে দিল্লীর যন্তর মন্তরে প্রতিবাদে উত্তাল হলো। তাদের অভিযোগ রাজ্যের বাঙ্গালিদের হয়রানি করতেই সরকার জাতীয় নাগরিকপঞ্জির কাজ হাতে নিয়েছিল। এবারও এনআরসি থেকে  ১৯ লক্ষ্য  বাঙ্গালীদের বাদ দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীতে অল বেঙ্গলি ইয়ুথ  এন্ড স্টুডেন্ট অরগানাইজেশনের নেতৃত্বে বিভিন্ন বাঙালি সংগঠন গুলি প্রতিবাদে উত্তাল হয়েছে। এ প্রসঙ্গে সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে বলেন যে রাজ্যের বাঙালি দল সংগঠনগুলির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম সফরের সময় কালো দিবস পালন করবে ।উল্লেখ্য যে আগামী ৮ সেপ্টেম্বর অসম সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।সেদিনই  কালো ব্যাজ পরিধান করে বিভিন্ন বাঙালি সংগঠনগুলি কালো দিবস পালন করবে।ওদিকে এনাআরসি ছুটদের বিনা শর্তে সরকার ভারতীয় নাগরিকের স্বকৃতি প্রদানের কথা বলেন বিটিসি বাঙালি যুব ছাত্র ফেডারেশনের উপদেষ্ঠা শ্যামল সরকার।শুক্রবার এই ধারনা কার্যসূচিতে অংশ গ্রহন করেছে প্রায় ৩০০শতাধিক লোক।এদের মধ্যে অনেকেরই নাম এনারসিতে আসেনি। প্রতিবাদকারীরা হাজেলার বিরুদ্ধেও প্রতিবাদ করেছে। বিভিন্ন বাঙালি সংগঠনের আন্দোলনের প্রতিবাদকে  প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরাও  নৈতিক সমর্থন জানিয়েছেন।উল্লেখ্য যে এনেরসি ছুট ১৯ লাখ লোকের মাঝে ১২ লাখ লোক  হিন্দু বাঙালি লোক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.