Header Ads

অসমের কাজিরাঙায় ৩৬ কিলোমিটার লম্বা এবং ১১ মিটার চওড়া উড়ালপুল নিৰ্মাণের পরিকল্পনা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ খুব শীঘ্ৰই কাজিরাঙায় ৩৬ কিলোমিটার লম্বা এবং ১১ মিটার চওড়া উড়ালপুল নিৰ্মাণ হতে চলেছে। কিছুদিন আগে সেখানে অসমের বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য গিয়েছিলেন সেখানে এক বৈঠকে উড়ালপুল তৈরি করার কথা আলোচনা হয়। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
জানা গিয়েছে মুম্বইয়ের ওয়াডিয়া টেকনো ইঞ্জিনিয়ারিং সাৰ্ভিস নামের একটি বেসরকারি সংস্থা আগামী অক্টোবরের মধ্যে ব্ৰিজের বিস্তৃত প্ৰোজেক্ট রিপোৰ্ট (ডিপিআর) তৈরি করবে। আর এই প্ৰোজেক্টের জন্য কোম্পানিটি ৩.৭৬ কোটি টাকা চেয়েছে। জানা গিয়েছে ব্ৰিজটিতে পথচারিদর যাতায়াতের জন্য ফুটপাথ এবং সাইকেল যাওয়ার জন্যও আলাদা ২ মিটার পথ থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.