আগামী বি টি সি নির্বাচনে হাগ্রামা মহিলারি ক্ষমতায় ফিরতে পারবে তো ?
নয়া ঠাহর প্রতিবেদন।অসমের বড়োল্যান্ড টেরি টোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ বি টি এ ডি এলাকার চারটি জেলা ,কোকড়াঝা র , চিরাং, উদালগুড়ি এবং বাক্স , মোট জনসংখ্যা 30 লাখের ও বেশি । এই জনসংখ্যার সিংহভাগ নন বড়ো, অথচ বড়ো ল্যান্ড টেরি টোরিয়াল কাউন্সিলের আইনসভা তে মোট ৪০ টি আসনের মধ্যে ৩০ টি আসন বোড়ো সম্প্রদায়ের উপজাতি মানুষের জন্যে সংরক্ষিত, মাত্র ৫টি আসন নন বড়ো দের রাখা আছে, ৫ টি আসনে বড়ো ,নন বড়ো উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ৬ টি আসনে রাজ্যপাল ৬ জনকে মনোনয়ন করবে ,তার মধ্যে ২ জন মহিলা প্রতিনিধি কে রাখতেই হবে।এই ৪৬ টি আসনের মধ্যে ৩০ টি আসনে প্রায় ১৮ লাখ নন বোড়ো হিন্দু, মুসলিম জনগোষ্ঠীর মানুষ যোগ্যতা থাকা সত্বেও নির্নাচনে প্রতিদ্বন্দ্বী তা করতে পারবে না। মাত্র ৫ টি আসন এ পারবে। ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি এবং ১৯৯৩ সালের ২০ ফ্রেব্রুয়ারী দু দুটি ত্রিপক্ষীয় চুক্তির ফলে নিম্ন অসমের লাখ লাখ নন বড়ো মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। কেন্দ্র এবং রাজ্য সরকার প্রতি বছর এই অঞ্চলের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করে , কিন্তু নন বড়ো অঞ্চলে কোনও উন্নয়ন হয় না বলে ভুরি ভুরি অভিযোগ ওঠে থাকে। এই সব অভিযোগ কে ইস্যু করে এবার নন বড়ো র ভোটে জয়লাভ করা সাংসদ নব সরোনিয়া বি টি সি প্রধান হাগ্রামা মহিলারি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আসন্ন বি টি সি র স্বশাসিত জেলা পৰি সদের নির্বাচনে বিজেপি দলও নতুন কৌশল রচনা করছে। বিজেপি সরকারের শরিক দল বি পি এফ দলের দুই মন্ত্রী চন্দন ব্রহ্ম ও প্রমীলা রানী ব্রহ্ম। এক জন মন্ত্রী কে এবং বি পি এফ দলের সংসদ বিশ্বজিৎ দৈমারী কে বিজেপি দলে এনে বিজেপি মহিলারি র ডানা কাট তে চাইছে। ওপর দিকে প্রাক্তন সাংসদ ইউ জি ব্রহ্ম কে পাশে নিয়ে নন বড়ো সংগঠন গুলি কে হাতে নিয়ে বি টি সি দখল করতে চান নব সরোনিয়া। বৃহৎ সংখ্যক মুসলিম এর সমর্থন নিয়ে ইউ ডি এফ কে পাশে পাওয়ার জন্যে সাংসদ সরোনিয়া চেষ্টা করছেন। বিগত নির্বাচনে বি টি সি প্রধান মহিলারি অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো হেভিওয়েট বিজেপি নেতার সমর্থন পেয়েছিলেন এবার পাবেন বলে মনে হয় না।কারণ মহিলারি এবার মুখ্যমন্ত্রীর শিবিরে নাম লিখিয়েছে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। মহিলারি এখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়ালের বড় ভক্ত তা হিমন্ত মোটেই পছন্দ করছেন না । তাই এবার বিজেপি ও চাইছে না ফের মহিলারী ক্ষমতায় আসুক। বি টি সি তে পালাবদল ঘটবে ? রাজনৈতিক মহলে সেই কথায় বলা হচ্ছে।
কোন মন্তব্য নেই