Header Ads

বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘে বস্ত্র বিতরণ ২৪ সেপ্টেম্বর

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিহাড়া শিবটিলা শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও শিলচর রামকৃষ্ণ মিশনের যৌথ ব্যবস্থাপনায় বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘে এলাকার দরিদ্র জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। এলাকার দরিদ্র জনগণকে তাদের নাম নথিভুক্ত করার জন্য বিহাড়া রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি  নিবাস দাস,সম্পাদক সঞ্জয় আচার্য,সুধাংশু দেব,অখিল দাস ,রঞ্জয় ধর ও বিহাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের সম্পাদিকা রুবি পুরকায়স্থের সাথে যোগাযোগ  করার জন্য অনুরোধ করা হয়েছে। ঐ দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ভ করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশান্দ মহারাজ । উক্ত অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন নিবাস দাস, সঞ্জয় আচার্য,  অখিল দাস, রঞ্জয় ধর, মিতালী ধর, রুনু ধর, সুভাস চক্রবর্ত্তী, নান্টু ভট্টাচার্য, সুধাংশু দেব, রঞ্জিৎ রায়, অচ্যুৎকিরণ রায়, রুবি পুরকায়স্থ, দিপালী চক্রবর্ত্তী, সুমা সরকার,রাখি আচার্য,খুকু নাথ  সাবিত্রী আচার্য প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.