Header Ads

আসন্ন দুর্গোৎসব নিয়ে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা



 শারদীয় দুর্গোৎসবে সমস্ত পুজো মণ্ডপ গুলিকে  সম্পূর্ণরূপে প্লাস্টিক মুক্ত করতে হবে :বিশ্বজিৎ পেগু।

দেবযানী পাটিকর,গুয়াহাটি। আসন্ন শারদীয় দুর্গোৎসব ।এই উৎসব উদযাপনের সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার জন্য   কামরূপ মহানগর জেলার উপযুক্তর  কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা  অনুষ্ঠিত হয়ে যায়। কামরূপ মহানগর জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুর সভাপতিত্বে এই সভাতে আগন্তুক শারদীয় দূর্গোৎসবের সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয় ।এর সাথে শারদীয় দুর্গোৎসব সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া সমস্ত ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। এই সভাতে কামরূপ জেলার উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু আগন্তুক দুর্গা পূজার সময় পূজা কমিটি গুলোকে মেনে চলার নিয়ম নীতিসমূহের সাথে বিভিন্ন বিভাগে পালন করার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। দুর্গোৎসব যাতে সম্পূর্ণভাবে প্রদুষণ মুক্ত হয়  তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে জেলা উপায়ুক্ত বলেন যে দুর্গাপূজার বিভিন্ন কমিটি গুলি এ ক্ষেত্রে জেলা প্রশাসনের দেওয়া নীতি নিয়ম সমূহ  মেনে পরিবেশ অনুকূল পরিবেশে  শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে লাগবে ।পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী যাতে ব্যবহার না হয় সেদিকে প্রত্যেকটি দুর্গোৎসব উদযাপন কমিটির সচেতন হতে লাগবে এবং জেলা প্রশাসনের প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদকে নির্ধারণ করে দেওয়ার নিয়ম মেনে চলতে লাগবে ।এইবার শারদীয় দুর্গোৎসব যাতে সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত হয় সেদিকের প্রতি সমস্ত পূজা কমিটিকে বিশেষ অগ্রাধিকার প্রদান করতে লাগবে বলেও জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু এই সভায় বলেন।  পূজার মূর্তি প্যান্ডেল ইত্যাদি নির্মাণ কাজে যাতে পরিবেশ অনুকূল  সামগ্রী যেমন রং ও বিভিন্ন ধরনের কাপড় ইত্যাদি ব্যবহার করা হয় তার জন্য জেলা উপযুক্ত পূজা কমিটি গুলিকে আহ্বান জানান। দুর্গাপূজার সময় পুজো মন্ডপে নিতে লাগা  সমস্ত সুরক্ষা এবং দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিয়েও সভায় আলোচনা করা হয়। এর সাথে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা ও সিসিটিভি ব্যবস্থা করার ওপরে উপযুক্ত গুরুত্ব আরোপ করে। শারদীয় দুর্গোৎসবের সময়  সরকারি চিকিৎসালয় ও  স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যাতে  চিকিৎসক ,নার্স ও স্বাস্থ্যকর্মী  উপস্থিত থাকে তার প্রতিও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা উপযুক্ত স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন। পুজোর সময় যাতে এম্বুলেন্স ও জরুরিকালীন চিকিৎসার ব্যবস্থা সব সময় উপলব্ধ হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপযুক্ত স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন। পুজোর সময়  বিদ্যুৎ যোগান ব্যাহত না হবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অসম  বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড নির্দেশ দেন তিনি। এছাড়াও পূজা কমিটিগুলো যাতে পূজা প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সেই বিষয়টির ওপর  উপযুক্ত গুরুত্ব আরোপ করেন।দেবী মূর্তি বিসর্জন পর্বও যাতে সুশৃংখল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য জেলা প্রশাসননের সাথে পুলিশ, পূর্ত বিভাগ,  জলসম্পদ , অভ্যন্তরীণ জল পরিবহন ইত্যাদি বিভিন্ন বিভাগের নিতে লাগা ব্যবস্থা নিয়েও এই সভাতে বিস্তৃত ভাবে আলোচনা করা হয়। পূজার সময় পূজা মন্ডপ সমূহের সাথে সমগ্র গুয়াহাটি মহানগরী পরিষ্কার পরিচ্ছন্ন  থাকার জন্য পৌরনিগম ও সংশ্লিষ্ট বিভাগ সমূহকে পালন করতে লাগা দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয় ।পূজামণ্ডপে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন এর ব্যবস্থা করাও  আবর্জনা ফেলার সামগ্রী নিয়মিত ভাবে পরিষ্কার করার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট পূজামণ্ডপে নির্দেশ দেন তিনি। পূজার সময় যাতে গুয়াহাটি নগরের জলের অসুবিধা না হয় তার জন্য প্রয়জনীয় পদক্ষপ নেবার কথা সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। সমস্ত  ধরনের দুর্যোগের মুকাবলার জন্য  দুর্যোগ প্রশমন বিভাগের সাথে এনডিআরএফ এবং এসডিআরএফকে সকল সময়ে তৈরি থাকতে জেলা উপযুক্ত নির্দেশ দেন ।দুর্গোৎসবের সময় কেউ যাতে কোনো ধরনের মাদকদ্রব্য সেবন করে পুজোর আধ্যাত্মিকতা ও পরিবেশ নষ্ট না করে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার কথা বলে জিলা উপায়ুক্ত আবগারি বিভাগকে নির্দেশ দেন। সভতে আসামরিক প্রতিরক্ষা বাহিনীর ডিআইজি ডঃ শ্যামল শইকিয়া অতিরিক্ত উপায়ুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগ্যবতী, ডিসিপি বেদান্ত মাধব রাজখোয়া, গুয়াহাটি পৌরনিগমের যুক্ত আয়ুক্ত সিদ্ধার্থ গোস্বামী কে নিয়ে সংশ্লিষ্ট বিভাগের অনেক  আধিকারিকরা নিজের বক্তব্য রাখেন। সভাতে জেলা উন্নয়নের আয়ুক্ত অতুল শর্মা ,অতিরিক্ত উপাযুক্ত  রাতুল পাঠক,ও মনোজ সিকারীয়া গুয়াহাটি,- দিসপুরের সার্কেল অফিসার দামোদর বর্মন, ও ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা ছাড়াও জেলা প্রশাসনের পুলিশ, পূর্ত বিভাগ, দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা ,স্বাস্থ্য শক্তি ,পৌরনিগম ,গুয়াহাটি, মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রদর্শন নিয়ন্ত্রণ পরিষদ অভ্যন্তরীণ জল পরিবহন আদি বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারীরা এই সভাতে উপস্থিত থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.