Header Ads

সারদা মামলায় রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার, চাইলে গ্রেফতার করতে পারবে সিবিআই

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ফের অস্বস্তিতে রাজীব। প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষা কবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট।
সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ করে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আনা মামলার দুটি আবেদন খারিজের পাশাপাশি বিচারপতি মধুমতি মিত্রের স্পষ্ট নির্দেশ, রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করতে হবে। সে ক্ষেত্রে কোনও স্পেশাল স্ট্যাটাস দেখা হবে না। একজন সাধারণ মানুষের মতো প্রায়োরিটি পাবেন তিনি। 
দ্বিতীয়ত, তদন্তকারী সংস্থার তদন্তে আদালত হস্তক্ষেপ করবে না। সেক্ষেত্রে তদন্তকারী অফিসার যদি মনে করে তিনি অভিযুক্ত তাহলে সে অভিযুক্ত তারা যদি মনে করে তিনি সাক্ষ্য তাহলে সাক্ষী হিসাবে ডাকা হবে। 
উল্লেখ্য, ২২ মে রাজীব কুমারকে সিবিআই নোটিশ পাঠানোর পর তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। সেই মামলায় ৩০ মে রাজীবের গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দোপাধ্যায়। 
এরপর ১৭ জুলাই থেকে বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই মামলার একটানা শুনানি শুরু হয়। মামলায় রাজীবের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ২৩টি শুনানি করেন এবং সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুর করেন ৬টি শুনানি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.