Header Ads

এনআরসি নিয়ে আরও একবার সরব হলেন মমতা ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টিকে হুংকার "এনআরসি নামে আগুন নিয়ে খেলবেন না"



নয়া ঠাহর প্রতিবেদন। পশ্চিমবঙ্গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে বৃহস্পতিবার হুংকার দিয়েছেন যে তারা যেন  রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি) নামে আগুন নিয়ে যেন না খেলে। একইসাথে তিনি আরোও বলেন যে তিনি  পশ্চিমবাংলায় এনআরসির সম্পর্কীয় কাজকে কখনোই অনুমতি দেবেন না ।তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ভারতীয় জনতা পার্টির নেতাদের রাষ্ট্রের নাগরিক পঞ্জিকরন (এনআরসির) নামে পশ্চিমবাংলার একজন নাগরিকে ছুঁয়ে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছে। উল্লেখনীয় যে এনআরসির বিরোধে পশ্চিমবাংলাতে বৃহস্পতিবার একটি রেলি বের করা হয় ।সেখানে অংশগ্রহণ করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রেলিতে অংশগ্রহণ করে তিনি বলেন যে "আমি পশ্চিমবাংলাতে এনআরসির অনুমতি কখনোই দেবোনা ,আমি ধর্মীয় ও জাতীয়তাবাদের ভিত্তিতে লোকদের ভাগ করার অনুমতি কখনোই দেবো না ।আমি অসমের এনারসিকে স্বীকার করব না ।পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে অসমের লোকদের চুপ করালেও পশ্চিম বাংলার মানুষদের চুপ করাতে পারবে না।"  এনআরসি বিরুদ্ধে তৃণমূল ৭ তারিখও ৮তারিখও বিরোধ প্রদর্শন করে ।বৃহস্পতিবার এই রেলিতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও শামিল হয়েছিল। এনআরসি নিয়ে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূলের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যেখানে তৃণমূল এনআরসি বিরোধিতা করছে আর ভারতীয় জনতা পার্টি অবৈধ অনুপ্রবেশকারীদের বাইরে বের করার জন্য চেষ্টা করছে ।লোকসভা নির্বাচনের সময় গৃহ মন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আসলে অবৈধ অনুপ্রবেশকারীদের বাইরে বের করার জন্য পশ্চিম বাংলাতেও চালু করা হবে এনআরসি কিন্তু হিন্দু শরণার্থীদের হাত লাগানো হবে না ।পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেন যে যদি রাজ্যে এনআরসি প্রক্রিয়া শুরু করা হয় তাহলে প্রায়২ কোটি অবৈধ বাংলাদেশিকে শনাক্তকরন করা যাবে ।দিলীপ ঘোষ মমতা সরকারকে বাংলাদেশী মুসলমান কে বাঁচানোর আরোপ লাগান। তিনি বলেন যে মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলাতে এক কোটির বেশী  বাংলাদেশী মুসলমান রোহিঙ্গাকে বাঁচাচ্ছেন। উল্লেখ্য যে এনআরসির বিরুদ্ধে বৃহস্পতিবার উত্তর কলকাতা সিথি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি বিশাল রেলি বের করা হয় এতে অংশগ্রহণ করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।এদিনের রেলিতে অংশ নিয়ে মমতা ব্যানার্জি বলেন যে ভারতীয় জনতা পার্টি বলেছে যে তারা দুই কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাইরে বের করে দেবে, আমি তাদের চ্যালেন জানাচ্ছি, তারা আমাদের এখানে দুটি লোক ছুঁয়ে দেখুক। ওরা যদি আগুন নিয়ে খেলতে চায় তাহলে আরো কড়া উত্তর দেওয়া যাবে আমরা এক সোহার্দ্যপূর্ণভাবে পাশাপাশি থাকছি বহু বছর ধরে ।ভারতীয় জনতা পার্টি আমাদের ভাগ করতে পারবে না । আসামে এনআরসি চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট বের করা হয় সেখানে ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লাখ লোকের নাম বাদ পড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.