Header Ads

টিএমসি সাংসদের বাড়িতে ইডি’র তল্লাশি, উদ্ধার ১০,০০০ মার্কিন ডলার ও ৩২ লক্ষ টাকা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : তৃণমূল কংগ্রেসের একের পর এক বড়ো নেতা কোনো না কোনো দুর্নীতি মামলায় ফেঁসেই চলেছেন। যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা টিএমসি'র সুপ্রিমো’র জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্নীতির কারণে তৃণমূলের উপর আস্থা হারাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। যার সরাসরি লাভ তুলছে বিজেপি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) টাকা পাচার মামলায় তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ কে ডি সিং এবং তার সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। নিউদিল্লি ও চণ্ডীগড়ের ৭ টি স্থানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এছাড়াও, আলকেমিস্ট গ্রুপের সাথে সম্পর্কিত ১৪ টি নিবন্ধিত সংস্থার অফিসগুলিতে অভিযান চালানো হয়েছিল। কে ডি সিং এগুলির সঞ্চালন করেন। তল্লাশি অভিযানের সময় ইডি লেনদেন সম্পর্কিত বিভিন্ন দলিল, ডিজিটাল প্রমাণের পাশাপাশি সম্পত্তি-সংক্রান্ত নথিও জব্দ করে। এ ছাড়া দিল্লির কে ডি সিংয়ের বাসভবন থেকে ১০,০০০ মার্কিন ডলার নগদ অর্থের পাশাপাশি ৩২ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি কলকাতা পুলিশ-এর করা এফআইআর এর উপর ভিত্তি করে নিউদিল্লির তুঘলক লেনে অবস্থিত কে ডি সিংয়ের সরকারি বাসস্থান, চন্ডীগড়ের তার বাসভবন এবং দুটি আলাদা আলাদা কোম্পানিতে অনুসন্ধান করেছে। রাজ্যসভার সাংসদ কে ডি সিং, তাঁর ছেলে করণদীপ সিং, আলকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেড, অ্যালকেমিস্ট হোল্ডিংস লিমিটেড এবং অন্যান্য সংস্থার বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছিল। তাদের বিরুদ্ধে কয়েক হাজার গ্রাহককে প্রতারণার অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের এফআইআর-এর ভিত্তিতে ইডি পিএমএলএর অধীনে ২০১৮ সালে তদন্ত শুরু করেছিল।
ইডি’র সূত্র অনুসারে, টিএমসির সাংসদ সদস্য তাদের সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগের আড়ালে গ্রাহকদের উচ্চতর রিটার্নের লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ লুট করেছিলেন। সংস্থাটি বলেছে যে এ পর্যন্ত তদন্তে প্রকাশিত হয়েছে যে জনগণের কাছ থেকে সংগ্রহ করা এই তহবিলগুলি উদ্দেশ্যমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি এবং বিভিন্ন গ্রুপ সংস্থায় প্রেরণ করা হয়েছিল । জনগণের কাছ থেকে আদায় করা অর্থ প্রতারণামূলকভাবে আদায় করা হয়েছিল।
চিট ফান্ড ও আবাসন কেলেঙ্কারী সম্পর্কিত মামলায় প্রমাণ সংগ্রহের জন্য তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কেলেঙ্কারিটি প্রায় ১,৯০০ কোটি টাকার। ইডি এ বছরের গোড়ার দিকে কেডি সিংয়ের অন্তর্গত আলকেমিস্ট ইনফ্রা রিয়েলটি লিমিটেড সংস্থার মালিকানাধীন ২৩৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.