Header Ads

'সন্ত' খেতাব খোয়াতে চলেছেন স্বামী চিন্ময়ানন্দ

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ খোয়াতে চলেছেনে 'সন্ত' খেতাব। সাধুদের বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি জানিয়েছেন, চিন্ময়ানন্দকে সাধু সম্প্রদায় থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর হরিদ্বারে সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়বে। চিন্ময়ানন্দ বর্তমানে মহা নির্বাণী আখাড়ার মহামন্ডলেশ্বর।
বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ, এক তরুণীর স্নানের দৃশ্য ভিডিও করে, তরুণীকে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.