'টাইগার' মোদীকে ধন্যবাদ, ভারতের প্রধানমন্ত্রীর একের পর এক সিদ্ধান্তে খুশি হাউস্টনের শিখ সম্প্রদায়
বিশ্বদেব চট্টোপাধ্যায় : প্রধানমন্ত্রীর হাউস্টন সফরে খুশি সেখানকার শিখ সম্প্রদায়ের মানুষজন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। যার মধ্যে রয়েছে কার্তারপুর করিডর তৈরির সিদ্ধান্তও। এছাড়াও ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা নিয়েও প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন তাঁরা। এছাড়াও তাদের আবেদনের মধ্যে রয়েছে সংবিধানের ২৫ নম্বর ধারা, আনন্দ ম্যারেজ অ্যাক্ট, ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত সমস্যাও।
ক্যালিফোর্নিয়ার আরভিনের কমিশনার অরবিন্দ চাওলা জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী মোদীকে স্মারকলিপি তুলে দিয়েছেন। পাশাপাশি তিনি শিখ সম্প্রদায়ের জন্য যে কাজ করেছেন তার জন্যও ধন্যবাদ জানিয়েছেন।
কার্তারপুর করিডরের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যাচ্ছেন। অনুষ্ঠানটি বুঝিয়ে দিচ্ছে, মোদী কত গুরুত্বপূর্ণ নেতা। কার্তারপুর করিডর পাকিস্তান পাঞ্জাবের দরবার সাহিব এবং কার্তারপুর গুরুদ্বারের মধ্যে সংযোগ স্থাপন করবে।
প্রতিনিধি দলের এক সদস্য প্রধানমন্ত্রী মোদীকে 'টাইগার' বলেও সম্বোধন করেন। তিনি আরও বলেন, শিখরা মোদীর সঙ্গে রয়েছে, যেভাবে শিখ সম্প্রদায় ভারতের সঙ্গে রয়েছে। এই সদস্য বলেন, তারা মোদীজির সঙ্গেই রয়েছেন। তিনি আমাদের 'টাইগার'। মোদীকে লৌহ মানব বলেও সম্বোধন করেন ওই সদস্য।
হাউডি মোদীর আগেই এই কথোপথন চলে। এই অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানকার ভারতীয়দের প্রায় ৫০ হাজার সদস্য এই মেগা ইভেন্টে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই