বিহাড়ায় সুজিত কুমার দেবের মৃত্যুতে শোকের ছায়া
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : বিহাড়া তথা বিক্রমপুর এলাকার দরিদ্র জনগণের বন্ধু সুজিত কুমার দেব ওরফে গগৈ গত সেপ্টেম্বর ১৮ পরলোকে গমন করেন। বয়স হয়েছিল ৫৬ বছর। দরিদ্র জনগণের বন্ধু সুজিত দেব ওরফে গগৈ ছিলেন পরপোকারী মানুষ। দিশপুর সচিবালয় থেকে অনেক দরিদ্র মানুষকে তিনি সরকারী সাহায্য পাইয়ে দিয়েছেন। অনেকের পেনশন পেতেও সাহায্য করেছেন তিনি। এরূপ অসংখ্য বিষয়ে উনি দরিদ্র জনগণকে নিঃস্বার্থ ভাবে সাহায্য করেছেন। মৃত্যুর আগেও তিনি গুয়াহাটিতে ছিলেন মানুষের কাজ নিয়ে। সেখানে গিয়ে তিনি অসুস্থ হন। তারপর তাকে বাড়ী নিয়ে আসা হয়। নার্সিং হোমে ভর্ত্তি হবার পর ধরা পরে লিভার ক্যান্সার । তারপর তাকে শিলচর ক্যান্সার হসপিটেলে ভর্ত্তি করা হয়। সেখানে শেষ রক্ষা হয়নি তার।
ক্যানসার হসপিটেল থেকে ১৮ সেপ্টেম্বর তাকে বিহাড়াস্থিত নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। ঐ দিনই রাত ৮—৩০এ তার জীবনদীপ নিভে যায়। মাত্র এক সপ্তাহের অসুস্থতায় সুজিত কুমার দেব যে চলে যাবেন তা অনেকে মানতে পারছেন না। সুজিত কুমার দেব ওরফে গগৈ রেখে গেছেন তার বৃদ্ধা মা, দুই ভাই, এক বোন, এক মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণমুগ্ধ। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গড়েরভিতর জিপি সভানেত্রী অনামিকা দেব, এপি সদস্য নিপু শীল, জেলপরিষদ সদস্য তিলকচান্দ দাস,প্রাক্তন জিপি সভাপতি কুমুদ রায়, শিক্ষক নেতা দেবকান্ত নাথ,জেলা বিজেপি কৃষকমোর্চা সভাপতি নিবাস দাস, প্রাক্তন জেলাপরিষদ সদস্য বিশাল সরকার,সমাজ কর্মী অলক দেব,বিপ্লব কর চৌধুরী, বিজেপি নেতা জয়দীপ দেব সহ অনেকে।
কোন মন্তব্য নেই