Header Ads

নির্বাচণমুখী মহারাষ্ট্রে ফের কাশ্মীর ইস্যুতে নেহরুকেই দায়ী করলেন অমিত শাহ, কটাক্ষ রাহুল গান্ধীকেও

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : রবিবার নির্বাচনমুখী মহারাষ্ট্রে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর নিয়ে নেহরুকেই দায়ি করলেন । অমিত বলেন , জওহরলাল নেহরুর কারণেই কাশ্মীরের একটি অংশ পাকিস্তান অধিকৃত রয়েছে । সেই সময়ে এটাই যুদ্ধবিরতির শর্ত করা হয়েছিল । সেদিন যদি নেহরু অকালে যুদ্ধবিরতি ঘোষণা না করতেন, তাহলে আজ কাশ্মীরের ওই অংশ পাকিস্তান অধিকৃত থাকত না । সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবর্তে নেহরু কাশ্মীর নিয়ে পদক্ষেপ করাতেই এই ঘটনা ঘটেছিল । কারণ লৌহমানব যে যে অংশগুলি ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলি ভারতের হাতেই রয়েছে ।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে ওই নির্বাচনী জনসভায় অমিত বলেন, রাহুল বাবা, আপনি তো রাজনীতি দেখছেন, কিন্তু ৩৭০ ধারাকে হাতিয়ার করে সন্ত্রাসবাদীরা কাশ্মীরি পন্ডিতদের তিন প্রজন্মকে ভিটেছাড়া করে রাখল ,তার বেলায় কোন কথা  নেই। ১৯৯০-২০০০ এই দশবছরে ৪০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। অমিত শাহ প্রশ্ন করেন রাহুলকে কী করছিল তখন আপনার দল ? এটা রাজনীতি নয়। এটা ভারত মাতাকে ঐক্যবদ্ধ রাখার পদক্ষেপ।
অমিত শাহের মন্তব্যের জেরে কংগ্রেস শিবিরের বক্তব্য, গত পাঁচ বছরে কী পেরেছে, কী পারেনি তা নিয়ে মাথাব্যথা নেই অমিত শাহের । লোকসভায় বালাকোটকে অস্ত্র করেছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে নির্বাচনে হাতিয়ার করছে ৩৭০ ধারা তোলাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.