এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হল মমতা ব্যানার্জির
![]() |
ছবি-সৌজন্য ইন্টারনেট। |
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ২৪ ঘন্টার মধ্যেই বুধবারের দেওয়া বয়ান থেকে অনেকটাই সরে এলেন তিনি। এনআরসি ইস্যুতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ওটা অসমের ব্যাপার। রাজনৈতিক পর্যবেক্ষক মহল অনেকটাই বিভ্রান্ত হয়েছিল এই বয়ানের জেরে। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কী এনআরসি ইস্যুতে নিজের আগের অবস্থান থেকে সরে এলেন মমতা?
গত বৃহস্পতিবারই এনআরসি ইস্যুতে কলকাতায় পদযাত্রা করেছিলেন মমতা ব্যানার্জি। এমনকী গতবছর এনআরসি প্রক্রিয়া শুরুর সময় প্রতিনিধিদল পাঠিয়েছিলেন অসমে। প্রতিনিধিদলকে ঢুকতে না দেওয়ার জেরে দিল্লি গিয়ে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে নিজের ক্ষোভও উগড়ে দিয়েছিলেন তিনি। বুধবার ' ওটা অসমের ব্যাপার'-- মন্তব্য করার পরই শুরু হয়েছিল আলোচনা।
কিন্তু, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মমতা বললেন, এনআরসি নিয়ে চিঠি দিয়েছি। বহু বাংলা ও হিন্দিভাষীর নাম বাদ গেছে। তালিকা থেকে বাদ পড়েছে বহু হিন্দু, মুসলিম ও গোর্খার নাম। এটা ঠিক নয়। যাঁরা প্রকৃত ভারতীয় তাঁদের নাম যেন তালিকায় থাকে।
এর আগে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এনআরসি -র মাধ্যমে দু'কোটি মানুষকে বাংলা থেকে তাড়ানো হবে। এর জবাবে পাল্টা দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, দু'কোটি তো দূরের কথা, আগে বাংলার দু'জন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুধবার বলা করার পর অবস্থান নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তাতে বৃহস্পতিবার অনেকটাই প্রলেপ দিলেন মমতা ব্যানার্জি।
কোন মন্তব্য নেই