খুব ভাল আলোচনা হয়েছে, এক সরকারের সঙ্গে অন্য সরকারের কথা, বললেন মমতা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভোটের আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন মমতা দিদি, তাঁকে মিষ্টি ও পাঞ্জাবি পাঠান। সেই সময় প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। তিনি বলেছিলেন এইভাবেই ইমেজ বিল্ডআপ হয় না। যদিও সূত্রের খবর অনুযায়ী, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলুদ গোলাপের স্তবক ছাড়াও সেই মিষ্টি ও পাঞ্জাবি উপহার দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে সেই উপহার পৌঁছে গিয়েছিল।
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর হাতে হলুদ গোলাপগুচ্ছ তুলে দেন তিনি। পাল্টা মোদীও মমতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সূত্রের খবর অনুযায়ী, ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী। মিষ্টিমুখ করানোর পাশাপাশি, পাঞ্জাবিও দেন প্রধানমন্ত্রীকে। চন্দননগরের বিখ্যাত সূর্য মোদকের দোকানের জলভরা সন্দেশ মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছিলেন। একইসঙ্গে ছিল বাংলার তাঁতশিল্পীদের তৈরি পাঞ্জাবির সেটও। এবার ৭ নম্বর লোক কল্যাণ মার্গে এদিন বিকেল ৪.৩০-এর বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় আধঘন্টা।
খুব ভাল বৈঠক হয়েছে ! প্রধানমন্ত্রীর বাসভবনে এদিন বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া ছিল এমনটাই। একইসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। শপথ গ্রহণের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলেও জানিয়েছেন। রাজ্যের দাবি ছাড়াও, রাজ্যের নাম বদল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা রয়েছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এই বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিনের বৈঠকে বাংলার নাম পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন রাজ্যের যে নামই হোক না কেন, তার সঙ্গে যেন 'বাংলা' নামটি থাকে। কেন্দ্রের তরফে রাজ্যের নাম পরিবর্তনে কোনও উপদেশ থাকলে তাতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অনেক কিছুই এসেছে। দেশের যাতে ভাল হয় তা নিয়েও আলোচনা হয়েছে। তবে এবিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে জানিয়েছেন এদিনের বৈঠকে এনআরসি উঠে আসেনি।
কোন মন্তব্য নেই