পাকিস্তানকে 'বিপজ্জনক দেশ'র তকমা প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিবের
নয়া ঠাহর প্রতিবেদন : আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষা সচিব জেমস মাতিস পাকিস্তানকে বিপজ্জনক দেশের তকমা দিলেন। মাতিস বলেন, পাকিস্তান সবসময় ভাবে কি করে ভারতের ক্ষতি করা যায়। তারা চায় আফগানিস্তানে বন্ধমনোভাবাপন্ন সরকার থাকুক, যাতে ভারত প্রভাব বিস্তার করতে না পার।
মাতিসের আত্মজীবনী 'কল সাইন ক্যাওস'- মঙ্গলবারই প্রকাশিত হয়েছে। সেখানে মাতিস লিখেছেন, তাঁর দীর্ঘ চাকরি জীবনে পাকিস্তানের মতো বিপজ্জনক দেশ কখনও দেখেননি। কারণ সেই দেশের সমাজে আছে ধর্মান্ধতা। তার ওপর তাদের হাতে রয়েছে পরমাণু বোমা।
পাকিস্তানের হাতে থাকা পরমাণু বোমা নিয়ে মাথাব্যথা রয়েছে আমেরিকার । তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধোনা করে লিখেছেন, সেদেশে এমন কোন নেতা নেই , যিনি ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে পারেন।
পাকিস্তানের সঙ্গে আমেরিকার মতপার্থক্যের কথাও উঠে এসেছে মাতিসের বইয়ে। তিনি লিখেছেন, পাকিস্তানের প্রতি বিশ্বাস খুবই কম আমেরিকার । ফলে অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। ২০১৪ সালে লাদেনকে হত্যা করার আগে তাই তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা পাকিস্তানকে কিছু জানাননি।
জেমস মাতিস, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব ছিলেন। কয়েক দশক ধরে মার্কিন সেনাতে চাকরি করেছেন। একসময় আফগানিস্তানে মেরিন কোরের কম্যান্ডার ছিলেন।









কোন মন্তব্য নেই