Header Ads

'দলিত বলতে কী বোঝ?' কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রশ্নপত্র

বিশ্বদেব চট্টোপাধ্যায় : জাতপাত নিয়ে প্রশ্ন এবার স্কুলের পরীক্ষায়। ঘটনা নিয়ে রীতিমতো স্তম্ভিত অনেকেই। কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ৬ এর প্রশ্নপত্রে 'দলিত বলতে কী বোঝ'? প্রশ্ন দেখে ক্ষুব্ধ ডিএমকে নেতা স্টালিন কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
স্টালিন একটি টুইটে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ৬ এর প্রশ্নপত্রে জাতপাত নিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে? তাঁর দাবি, এতে স্কুল পড়ুয়াদের মনে জাতপাত বিষয়ক বিভেদ ধরা প্রভাব ফেলবে। সাম্প্রদায়িক বিভাজন তৈরি হবে এমন প্রশ্নপত্র ঘিরে। 
প্রসঙ্গত, প্রশ্নপত্রটি ছিল ডক্টর বি আর আম্বেদকরের সমাজ ভাবনা নিয়ে থাকলেও তা থেকে 'দলিত বলতে কী বোঝ' নিয়ে প্রশ্নতে গিয়ে ঠেকে। এছাড়াও সেখানে মুসলিম সমাজকে নিয়েও একটি প্রশ্ন নজরে আসে, স্টালিনের টুইটে পোস্ট করা প্রশ্নপত্রের ছবিতে। নিজের টুইটে সিবিএসই-কে কার্যত তুলোধনা করেন স্ট্যালিন।
এদিকে, স্ট্যালিনের পোস্ট করা প্রশ্ন পত্রে দাবি করা হয়, এটি একটি ইন্টারনাল পরীক্ষায় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রশ্নপত্রে দেখা যায়। তবে, সিবিএসই-র দাবি এই ধরনের কোনও প্রশ্নপত্র সেট করা হয়নি কোনও ক্লাসের জন্য।

No comments

Powered by Blogger.