Header Ads

তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দিলেন ট্রাম্প

নয়া ঠাহর প্রতিবেদন : রবিবার ভারতীয় সময় কাকভোরে ট্যুইট করে, তালিবানের সঙ্গে চলতি শান্তি আলোচনা ভেস্তে দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । আফগান ও তালিবান নেতারা কাবুল থেকে  ক্যাম্প ডেভিডে আলোচনার জন্য বিমানে খালি উঠেছিলেন, তখনই ট্রাম্প ভেস্তে দেন আলোচনা প্রক্রিয়া।
ট্রাম্প ট্যুইট করে বলেন, বিস্ফোরণ ও শান্তি আলোচনা  একসঙ্গে চলতে পারে না। তিনি শান্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান, শান্তি আলোচনার জন্য যে দৌত্য চলছিল তাও প্রত্যাহার করে নিলাম।
ট্রাম্প ট্যুইটে আরো বলেন, রবিবার ক্যাম্প ডেভিডে আফগান রাষ্ট্রপতি ও তালিবান নেতাদের সঙ্গে যে গোপন বৈঠক হওয়ার কথা ছিল তা কেউ জানত না। কিন্তু ওঁরা মিথ্যার উপর দাঁড়িয়ে এই বৈঠক করতে যাচ্ছিল।
মাত্র দুইদিন আগেই কাবুলের ডিপ্লোম্যাটিক এনক্লেভে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল তালিবান । তাতে একজন মার্কিন সেনা সহ ১১ জন নিহত হয়েছিলেন।
এই ঘটনার জেরেই ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে দিলেন  বলে কূটনৈতিক মহলের মত। শান্তি আলোচনা চলাকালীন আফগানিস্তান থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঠিক হয়েছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.