Header Ads

এনআরসি প্রকাশ হবার পর প্রথমবার দুদিনের অসম সফরে কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ




একজন অনুপ্রবেশকারীকে অসমের মাটিতে থাকতে দেওয়া হবেনা: অমিত শাহ

নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ( এনআরসি )প্রকাশ হওয়ার পর প্রথমবার আসামে পৌঁছলেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ ।দু'দিনের সফরে রবিবার দুপুরে বেলা ১১,৪৫ বড়ঝাড় স্থিত  গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। গৃহ মন্ত্রী হবার পরেও এটাই তার প্রথম উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণ। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ ,বিত্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,শিক্ষা মন্ত্রী  সিদ্ধার্থ ভট্টাচার্য  পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ছাড়াও আরো অনেক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এরপর কেন্দ্রীয় গৃহ মন্ত্রী গুয়াহাটিতে আয়োজিত পূর্বোত্তর পরিষদের ৬৮তম অধিবেশনে  অংশ নিতে অসম পদাধিকারী আইন মহাবিদ্যালয় উপস্থিত হন। এই বৈঠকে উত্তর-পূর্ব উন্নয়নের সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। এই অধিবেশনে নিজের বক্তব্যে তিনি বলেন যে ঘটোৎকচ ও বভ্রুবাহন দুজনই উত্তর পূর্বাঞ্চলের ছিলেন ।অর্জুনের বিয়েও মনিপুরে হয়েছিল।  তিনি আরো বলেন যে এনারসির তে যাদের নাম আসেনি এ নিয়ে লোকের মধ্যে উৎকণ্ঠায় রয়েছে ,শঙ্কা রয়েছে। তবে একজন অনুপ্রবেশকারীকেও অসমে থাকতে দেয়া হবে না । অন্যদিকে বিজেপি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস দুপুর ২,৩০  কেন্দ্রীয় মন্ত্রীকে সাক্ষাৎ করে এনআরসি সম্পর্কে একটি স্মরক পত্র প্রদান করেন ।তিনি এনআরসি পুরোদমে বাতিলের দাবি জানান। এদিন অমিত শাহ আঠ রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথেও তিনি আলোচনায় বসবেন।উল্লেখনীয়  সোমবার ৯সেপ্টেম্বর  অমিত শাহ কামাখ্যা মন্দির দর্শন করে  কলাক্ষেত্র নেডার এক বৈঠকে অংশগ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.