আমেরিকায় ভারতের মেগা ইভেন্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ হিউস্টনে আজ ভারতের মেগা শো। হাউডি মোদী অনুষ্ঠানের প্ৰধান উদ্যোক্তা হল ‘টেক্সাস ইন্ডিয়া ফোরাম’। আমেরিকায় ভারতীয়দের এই সংস্থাটি সব দায়িত্ব নিয়েছে মোদীর এই গালা ইভেন্টের। এনআরজি স্টেডিয়ামে উত্তেজনা তুঙ্গে। রাত সাড়ে ৮ টায় শুরু হচ্ছে হাউডি মোদী। একই মঞ্চে দেখা যাবে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পকে। আমেরিকা যুক্তরাষ্ট্ৰের হিউস্টনে ৫০ হাজারের অনাবাসী ভারতীয়ের সামনে বক্তব্য তুলে ধরবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তিন ঘন্টার এই অনুষ্ঠান শেষ হবে রাতে সাড়ে ১১টায়।
ছবি, সৌঃ ইন্টারনেট
‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার জন্য টেক্সাস ও গোটা আমেরিকা জুড়ে প্ৰায় ৪০০ শিল্পীকে নিৰ্বাচন করা হয়েছে। মোট ২৭ টি সাংস্কৃতিক গোষ্ঠী অনুষ্ঠানে পারফৰ্ম করবে। মোদীর বক্তব্যের পরেই বক্তব্য পেশ করার কথা মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পের। অনুষ্ঠান নিয়ে প্ৰবাসী ভারতীয়দের মধ্যে উৎসাহের অন্ত নেই। ভারতের উন্নতি নিয়ে প্ৰবাসী ভারতীয়রা উৎসাহী। অনেকেই সাক্ষাৎ ভারতের প্ৰধানমন্ত্ৰীকে নিজের চোখে দেখবেন, তাঁর বক্তব্য শুনবেন তার জন্য অধীর আগ্ৰহে ক্ষণ গুনছেন।
কোন মন্তব্য নেই