সিন্ধি-বালুচদের স্বাধীনতায় সাহায্য করুন ! পাকিস্তান থেকে মুক্ত হতে আমেরিকায় মোদীর কাছে আবেদন
বিশ্বদেব চট্টোপাধ্যায় : পাকিস্তান থেকে স্বাধীন হতে সিন্ধিদের আবেদন আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেখানে বসবাসকারী সিন্ধিদের এক প্রতিনিধিদল। পাকিস্তানের সেনা সিন্ধিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে, নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদনও জানানো হয়। সেখানে বড়মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করা হয় মোদীর কাছে।
সিন্ধি আন্দোলনকারী জাফর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিন্ধের মানুষ হাউস্টনে এসেছেন বার্তা নিয়ে। মোদীজি যখন এখান দিয়ে যাবেন, তখন তারা বার্তা দেবেন, তাদের স্বাধীনতা চাই। তাঁদের আশা নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প সিন্ধিদের সাহায্য করবেন।
সিন্ধ আন্দোলনকারী জাফর স্মরণ করিয়ে দেন, ভারত বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে ১৯৭১ সালে সাহায্য করেছিল। সেইরকমই পাকিস্তান থেকে তাদের স্বাধীনতার যুদ্ধে ভারতের সাহায্য করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার মতোই, পাকিস্তান থেকে সিন্ধি সম্প্রদায়ের স্বাধীনতায় তারা সাহায্যপ্রার্থী বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তান সরকার সংখ্যালঘুদের অধিকারকে দমন করতে ইসলামিক র্যাডিক্যালিস্টদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন ওই আন্দোলনকারী। তিনি দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি পাকিস্তানের সেনা এবং আইএসআইকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণারও দাবি করেছেন তিনি।
পাকিস্তানিরাই সাহায্য চাইতে মোদীর দ্বারস্থ। ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হাউস্টনে এনআরজি স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখালেন প্রবাসী বালোচ, সিন্ধি এবং পাস্তোরা। কয়েকদিন আগে পাকিস্তানে বসবাসকারী সিন্ধি সংগঠন মোদীকে তাঁদের হয়ে রাষ্ট্রপুঞ্জে সওয়াল করার দাবি জানিয়েছিলেন। পাকিস্তান থেকে আলাদা হওয়া জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এই প্রথম আমেরিকায় এই ধরনের ঘটনা ঘটল। এর আগে কখনও ভারতের কোনও প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেনি পাকিস্তানিরা। কিন্তু ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পর বালোচ, সিন্ধ এবং পাস্তো সম্প্রদায়ের পাকিস্তানিরা ভারতের সাহায্য প্রার্থনা চাইছেন। হাউস্টনে প্রবাসী বালোচ, সিন্ধ এবং পাস্তো সম্প্রদায়ের বাসিন্দারা মোদীর দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ দেখাতে থাকেন। পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার লড়াইয়ে ভারতের সাহায্য চান তাঁরা। তাঁদের অভিযোগ পাক সরকার বালোচ, সিন্ধ প্রদেশে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।
প্রবাসে বালোচের বাসিন্দাদের এই আন্দোলন নতুন কোনও ঘটনা নয়। এর আগেও আমেরিকায় বহুবার বিক্ষোভ দেখিয়েছেন বালোচের আন্দোলনকারীরা। ইমরান খানের সফরের সময়ও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ বালোচে পাক সরকার মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এর থেকে মুক্তি চান তাঁরা। যেভাবে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল। ঠিক সেইভাবে স্বাধীন বালোচ চান তাঁরা। ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল তাঁদেরও স্বাধীনতার আন্দোলনে সহযোগিতা করুক। এমনই দাবি জানিয়েছেন, আমেরিকায় বালোচ আন্দোলনকারী সংগঠনের নেতা নবি বক্সা বালোচ।
কোন মন্তব্য নেই