Header Ads

ইমরান খানের নয়া পাকিস্তান, গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্মেলনের আসর মাতালেন 'বেলি ডান্সার'

বিশ্বদেব চট্টোপাধ্যায় : পাকিস্তানের অর্থনীতি নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, খরচে দ্বিধা নেই। বিনিয়োগ টানতে আজারবাইজানের বাকুতে চলছে বিনিয়োগকারীদের বৈঠক। সেখানে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে স্টেজ মাতালেন বেলিড্যান্সার। অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সারহাদ চেম্বার অফ কমার্স। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগ টানতে এই উদ্যোগ।
বিনিয়োগ বৈঠকে বেলিড্যান্সারদের এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের মানবাধিকারকর্মী গুল বুখারি সেই ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ইমরান খানের সরকার চিন, সংযুক্ত আরব আমীরশাহী এবং আইএমএফ থেকে অর্থসাহায্য চেয়েছে। সংযুক্ত আরব আমীরশাহী ইতিমধ্যে অর্থসাহায্য পাঠিয়েও দিয়েছে। কিন্তু আইএফএফ জানিয়েছে, তারা পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে। সঙ্গে ৬ বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার কথাও জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.