Header Ads

মোদী-মমতা বৈঠক, একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে সন্দেহে বামেরা !

বিশ্বদেব চট্টোপাধ্যায় : মোদী মমতার আলোচনা আর বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ২ জনের আলোচনায় তৃতীয় কোনও লোক নেই। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সঙ্গে গত আড়াইবছরে কোনও বৈঠক না করলেও, এই বৈঠকের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
রাজ্যগুলির উন্নয়ন নিয়ে নীতি আয়োগ এবং ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়ে থাকে। সুজন চক্রবর্তী বলেন, এইসব বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গত আড়াই বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক করেননি তিনি। ফলে এই বৈঠক নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সুজন চক্রবর্তী বলেন, বুধবারের বৈঠকের পর মুখ্যমন্ত্রী রাজ্যের নাম বদল নিয়ে মাঝামাঝি অবস্থান নিয়েছেন। এর আগে রাজ্যের নাম বদল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু প্রবল বিরোধিতা করেছিল রাজ্য বিজেপি। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নামবদল নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।
প্রধানমন্ত্রীর মোদীকে রাজ্যে আমন্ত্রণ নিয়েও কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, যাঁকে বলেছিলেন বেঁধে আনবেন, তাঁকে রাজ্যে আমন্ত্রণ জানালেন ! প্রসঙ্গত ২০১৪-র নির্বাচনের আগে মোদীকে বেঁধে ঘোরানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। এরপরেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন. রাজ্যের মানুষকে অপমান করা হলেও, তাতে লক্ষ্য নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সিবিআই ঠেকাতে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছেন বলেও কটাক্ষ করেছেন সুজন। তিনি বলেন, পিসি ভাইপো যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেই জন্যই এই বৈঠক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.