Header Ads

অসম চুক্তির ৬ নম্বর ধারা রূপায়ণ কমিটি ১৯৫১ সালের পক্ষে ও প্রাক্তন স্পিকার প্রণব গগই এর অসমীয়াৰ সংজ্ঞা র প্রস্তাব গ্রহনের পক্ষে মত দিয়েছে


অমল গুপ্ত

অসমে জাতীয় নাগরিকপঞ্জির ভিত্তি বছর  নির্ধারিত   হয়েছে অসম চুক্তির আধারে, ১৯৭১    সালের ২৪   মার্চ পর্যন্ত  ।  তাতে কোনও দল , সংগঠনের  আপত্তি ছিল না।    প্রায় ১৬০০  কোটি   ব্যায় করে ৫৫ হাজার  সরকারি কর্মচারী কে কাজে লাগিয়ে শেষ পযন্ত এন আর সি র  চূড়ান্ত  তালিকা প্রকাশ পেল।  আজ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ঠারে ঠরে জানিয়ে দিলেন, এই এন আর সি তারা বাতিল করেছে,  আগামী  নভেম্বর ডিসেম্বরে  নাগরিকত্ব  সংশোধনী বিল পাস করার পর  কেন্দ্র সরকার  নতুন করে এনআরসি  শুরু করবে।  বরাক উপত্যকায় এক জন  সভাতে  অর্থ মন্ত্রীর এই ঘোষণার  ১২ঘন্টা আগে  গুয়াহাটি তে  অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা র  পৌরোহিত্যে অনুষ্ঠিত  অসম চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়নের জন্যে কেন্দ্রীয়  সরকারের গঠন করে   দেওয়া কমিটি গত কাল সর্বসম্মত ভাবে  নীতিগত      সির ধান্ত্য নিয়েছে ১৯৫১  সালকে ভিত্তি বছর হিসাবে গন্য  করে   নাগরিকত্ব    নির্ণয় করা হবে। এছাড়া অসম বিধানসভা র প্রাক্তন  স্পিকার    প্রণব কুমার গোগই  বরাক উপত্যকা সহ   রাজ্যের ৩১ টি সংগঠনের  প্রতিনিধিদের সঙ্গে  আলোচনা করে ১৯৫১ সাল কে ভিত্তি  বছর হিসাবে  গণ্য  করে  অসমীয়ার সংজ্ঞা  নির্ণয় করার  প্রস্তুতি নিয়ে     তা  প্রস্তাব আকারে বিধানসভা তে পেশ করে  ছিলেন।  শিবসাগরের  কংগ্রেস নেতা  তথা  স্পিকার  প্রণব গোগই এর সেই   প্রস্তাব    মুখ্যমন্ত্রী তরুণ গোগই  তা খারিজ করে দেন। গতকালের  ১৪ জন  কমিটির  রুদ্ধ দ্বার বৈঠকে    সেই  প্রস্তাব কিছু  সংশধন ও   পরিমার্জন করে গ্রহণ করা  যেতে পারে বলে অভিমত  পোষণ করা হয়েছে বলে এক সূত্রে জানা  গেল।  গত কালের বৈঠকে  জ্যোতি প্রসাদ আগরওয়ালা র   বংশধর এর  অবদান , অসমের চা উপজাতিদে  অবদানের   কথা  নিয়ে চিন্তা  ভাবনা করা হয়।   লোকসভা,বিধানসভা, পুরোবোর্ড প্রভৃতি  তে  অসমীয়া  ,  খিলাঞ্জিয়া  দের জন্যে  ১০০ শতাংশ আসন   সংরক্ষনের    প্রস্তাব  নিয়েও আলোচনা হয় । তবে আগে অসমীয়ার   সঙ্গা নির্নয়  করতে হবে বলে কমিটির   সদস্যরা   জোর দেন। পরবতী বৈঠক   অনুষ্ঠিত হবে ১১  একটাবার।      এদিকে আজ  বিজেপি র  বিতর্কিত  বিধায়ক শিলাদিত্য দেব মুসোলপুরে বলেন  সরকার এন আর  সি মানবে না।   কারণ এন আর সি  গীতা বা  রামায়ণ নয় যে মানতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.