Header Ads

দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন মুখ্যমন্ত্রী, জরুরি অবতরণ



নয়া ঠাহর প্রতিবেদন।এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে কোনরকমে প্রাণে রক্ষা পান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । খারাপ আবহাওয়ার জন্য হঠাৎই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।ফলে এক ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার । উল্লেখ্য যে সোমবার সকালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পবন হংসের হেলিকপ্টারে করে লক্ষীপুরের মাধবদেব বিশ্ববিদ্যালয় এক  কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। এদিকে খারাপ আবহাওয়া ফলে থাকার ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পবন হংস হেলিকপ্টার ও মাঝ রাস্তা তে আকাশে হেলিকপ্টারটি তিন বার পাক খায় এবং কোনরকমে পরে তাকে লিলাবারী  বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। সোমবার দুপুরে  সংঘটিত হয় ঘটনাটি।  সোমবার সকালে প্রায় সাড়ে এগারোটার সময় হেলিকপ্টারটি আকাশে উড়ে এবং হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে হেলিকপ্টারটি কোন দিকে যাবে সেটা বুঝতে পারেনি পাইলট। সেই জন্য নির্ধারিত উচ্চতার থেকেও আরও বেশি উচ্চতার দিকে হেলিকপ্টারটিকে নিয়ে যায় পাইলট। বিশ্বনাথ চারালি এসে ঘটনাটি সংঘটিত হয় এই ঘটনা। এরপর বহু চেষ্টার পর লিলাবারী বিমানবন্দরে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.