স্বচ্ছতাই সেবা ২০১৯ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ডিমা হাসাওয়ে
বিপ্লব দেব, হাফলংঃ স্বচ্ছ সুন্দর ও সবুজ ডিমা হাসাও গঠনের ডাক দিলেন জেলাশাসক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব অমিতাভ রাজখোয়া। গান্ধীজয়ন্তীকে সামনে রেখে শনিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বচ্ছতাই সেবা ২০১৯-র আনুষ্ঠানিক ভাবে স্বচ্ছতাই সেবা কর্মসূচির উদ্বোধন করে জেলাশাসক প্লাস্টিক সামগ্রী বর্জনের আহ্বান জানান।
জেলাশাসক বলেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে স্বচ্ছতা একান্ত জরুরি প্লাস্টিক সামগ্রী ব্যবহারে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে তাই স্বচ্ছ ও সুস্থ দেশ গড়ে তুলতে হলে প্রথমে আমাদের নিজের ঘর থেকেই স্বচ্ছতার কাজ শুরু করতে হবে এরজন্য জন সচেতনতা একান্ত জরুরি। তিনি বলেন ঘরে বাইরে সর্বত্রই স্বচ্ছতা বাজায় রাখা একান্ত জরুরি। এদিন স্বচ্ছতাই সেবা কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অতিরিক্ত মুখ্য বাস্তুকার দেবেন শর্মা বলেন স্বচ্ছতা ও আবর্জনা মুদ্রার এপিঠ ওপিঠ কারন যেখানে স্বচ্ছতা থাকবে সেখানে আবর্জনার স্থান নেই আর আবর্জনা থাকলে সেখানে কখনই স্বচ্ছতা আসবে না তাই আমাদের সমাজকে সুস্থ ও স্বচ্ছ রাখতে স্বচ্ছতার উপর অধিক গুরুত্ব দিতে হবে এবং স্বচ্ছ সুন্দর জেলা গড়ে তুলতে সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন দেবেন শর্মা। এদিকে ভাষন প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ দিপালী বর্মণ ও হাফলং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মিজানুর রহমান বলেন প্লাস্টিকের দ্রব্য ব্যবহারের কারণে এখন বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে সর্বত্র তাই এখনি সবাইকে প্লাসিট দ্রব্য বর্জন করার আহ্বান জানান দিপালী বর্মন ও মিজানুর রহমান। এদিকে শৌচাগার ব্যবহার ও স্বচ্ছতার ওপরগুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার পিনাকী শঙ্কর কর। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অফিসার কর্মীরা স্বচ্ছ সুন্দর ও সবুজ দেশ গঠনের শপথ গ্রহন করেন। উল্লেখ্য হাফলং পুরবোর্ড ও বিভিন্ন নগর সমিতি ডিমা হাসাও জেলায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করেছে।
কোন মন্তব্য নেই