Header Ads

দেশের বিচার ব্যবস্থা আজ কঠিন চ্যালেঞ্জের মুখে, অভিমত বিচারপতিদের

অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের বিচার ব্যবস্থা আজ  কঠিন চ্যালেঞ্জের মুখে। দেশের গরিব আম জনতা বিচার পাচ্ছেনা। যে কোনো মামলার নিষ্পত্তির  জন্যে বছরের পর বছর বসে থাকতে হচ্ছে। বিজেপি সরকার পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু কোনো পরিবর্তন হলো না। দেশের  নিম্ন  আদালত থেকে  হাইকোর্ট পর্যন্ত লাখ লাখ মামলা জমে আছে। দ্রুত বিচারের ব্যবস্থা নেই। হাজার হাজার বিচারক-এর পদ খালি হয়ে পড়ে আছে। 
দেশের  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সর্বপ্রথম দেশের বিচার ব্যবস্থার করুন ছবি তুলে ধরেছেন। আজ গুয়াহাটির অভিজাত হোটেল  রেডিশন ব্লুতে দেশের ৪০ জন বিচারপতি  দেশের প্রধানবিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে জাতীয় পর্যায়ের এক আলোচনা সভায় দেশের জটিল বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিচার ব্যবস্থা যে এক চ্যালেঞ্জের মুখে পড়েছে তা অকপটে স্বীকার করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারকরা। 
বিচারকদের এক মুখপাত্র জানান, দেশের বিচার ব্যবস্থা সংকটে মুখে। প্রতি ১০ লাখ মানুষের বিপরিতে মাত্র ৩০ জন  বিচারপতি আছেন। আর্থিকভাবে, সামাজিক জীবনে নানাভাবে জর্জরিত মানুষ, কোনো জায়গা থেকে বিচার পাচ্ছেন না।  সোশাল মিডিয়া দেশে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে, তা মোকাবিলা করা যাচ্ছে না। এই সব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.