বিয়ে করে চিনে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে নামানো হচ্ছে পাকিস্তানি মহিলাদের
নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের বন্ধু দেশ চিন। প্রচুর বিনিয়োগও করেছে চিন পাকিস্তানে। এবার চিনে পাকিস্তানি নারীদের পাচারের অভিযোগ উঠল। প্রতিনিয়ত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অথবা বিয়ে করে পাকিস্তানি মহিলাদের পাচার করা হচ্ছে চিনের যৌনপল্লিতে।
পাকিস্তানি প্রশাসন নারী পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে বেশ বড়সড় চক্রের হদিস পেয়েছে। নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে। এদের মধ্যে চারজন পাকিস্তানি ও বাকি আটজন চিনের নাগরিক।
পাকিস্তানের এক শীর্ষ প্রশাসনিক কর্তা জামিল আহমেদ জানিয়েছেন, বিশেষত পাকিস্তানের সংখ্যালঘু খ্রিস্টান পরিবারের নারীরাই পাচারকারীদের লক্ষ্য। চিনে পাচার করে এদের পতিতাবৃত্তিতে নামানো হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, পাকিস্তানের এখনই সতর্ক হওয়া উচিত। কয়েকদিন আগেই একটি বিয়ে বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে একজন চিনা পুরুষ ও মহিলাকে আটক করা হয়। পুলিশ আটক করে এক ভুয়ো পাদ্রিকেও। এরা জেরায় স্বীকার করেছে, অন্ততপক্ষে ৩৬ জন পাকিস্তানি মহিলাকে এরা চিনে পাচার করেছে। এই বিষয়ে চিন্তা ব্যক্ত করেছে পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠন।
কোন মন্তব্য নেই