শক্তিপীঠ কামাখ্যা ধামে শারদীয় দূর্গোৎসবের আয়োজন,মার দর্শনের সময়সূচির ব্যাপক পরিবর্তন
নয়া ঠাহর প্রতিবেদন । শক্তিপীঠ কামাখ্যা ধামে আশ্বিন মাসে শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার ১৫ দিন আগে থেকেই কামাখ্যা মন্দিরে দুর্গাপূজা শুরু হয়ে যায় । এখানে কৃষ্ণা নবমীর দিন বোধন করে পুজো আরম্ভ হয়। ও শুক্লা নবমী পর্যন্ত সকাল দুপুর ও সন্ধ্যায় পুজো হয়। দশমী পূজার বিসর্জন হয়। অসমীয়া ভাষায় একে বলে পযেক পূজা বা পক্ষ পূজা বলে। কামাখ্যাতে নবরাত্রি উৎসব পালন করা হয় এই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে কামাখ্যা মন্দিরে। সপ্তমী অষ্টমী, নবমী পূজা ধুমধাম করে পালন করা হয় এস্ময় প্রচুর ভীড় হয় কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের শারদীয় দূর্গা পূজার জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি আগামী সোমবার থেকে কামাখ্যা ধামে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে এই জন্য মার দর্শনের সময় সূচির ব্যাপক পরিবর্তন করা হয়েছে তথা মন্দিরের খোলা ও কপাট বন্ধ করার সমযয়ের ব্যাপক পরিবর্তন করা হয়েছে । উল্লেখ্য যে ২৩ সেপ্টেম্বর সোমবার থেকে ২৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত মন্দিরের কপাটের ৮.৩০ টায় খোলা হবে ও দুপুরে মাকে ভোগ নিবেদন করা করার পর সন্ধ্যার সময় সূর্যাস্ত হওয়ার পরে মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হবে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মন্দিরের কপাট ৯.৩০ টার সময় খোলা হবে ও দুপুর বেলায় মাকে ভোগের দেবার পর সূর্যাস্তের পরে মন্দিরে কপাট বন্ধ করে দেওয়া হবে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার মন্দিরের কপাট ৮.৩০ খোলা হবে মাকে ভোগ দেবার পর বিকেলে সূর্যাস্তের পর মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হবে ।শনিবার২৯সেপ্টেম্বর রবিবার থেকে ৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মন্দিরের কপাট ৮.৩০ সময় খোলা হবে ও সূর্যাস্তের পর মন্দিরের কপাট বন্ধ করে দেয়া হবে। ৪ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার দিন সকাল ৯.৩০তে মন্দিরের দরজা খোলা হবে আর বিকেলে ৪টার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে।৫ই অক্টোবর শনিবার সকাল ৯.৩০ মন্দিরের কপাট খোলা হবে এবং বিকালে ৪টার সময় মন্দিরে কপাট বন্ধ করে দেয়া হবে। ৬ অক্টোবর রবিবার অষ্টমী পূজার দিন সকাল১০.৩০টায় মন্দিরের কপাট খোলা হবে ওর জন্য দুপুর১.৩০ সময় মাকে ভোগ নিবেদন করার পর ভোগ ঘরের ঘরের দরজা বন্ধ করে দেয়া হবে ও সন্ধি পূজার পরে মন্দিরের কপাট খোলা হবে এবং বিকেল ৪ সময় মন্দিরের কপাট বন্ধ করে দেয়া হবে। ৭ অক্টোবর সোমবার নবমী পূজার দিনে সকাল১০.৩০ মন্দিরের দরজা খোলা হবে ও বিকেল বিকেলবেলা সন্ধ্যার পর মন্দিরের দরজা বন্ধ করা হবে ।৮ অক্টোবর মঙ্গলবার দশমী পূজার দিন সকাল ৮,৩০ মন্দিরের দরজা খোলা হবে আর দুপুরে মাকে ভোগ নিবেদন করার পর সূর্যাস্ত হওয়ার পরে মন্দিরে কপাট বন্ধ করে দেওয়া হবে । তবে পরিস্থিতি অনুসারে মন্দিরের দরজা খোলা ও বন্ধ করার সময় পরিবর্তন হতে পারে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কামাখ্যা দেবালয়ের তরফ থেকে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই