Header Ads

পঞ্জাবের বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত ১৯ জন

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : পঞ্জাবের গুরুদাসপুর জেলার বাতেলাতে এক বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
লোকালয়ে কারখানা থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো বিল্ডিং ধসে গেছে। ধসের নিচে আরও শ্রমিকের আটকে থাকার অনুমান করা হচ্ছে। আহতদের গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু করে দিয়েছে পঞ্জাব পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.