Header Ads

দ্বিতীয় ম্যাচে ১-০ তে জয়ী শিলচরের খাসী স্টুডেন্ট

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় ১-০ তে জয়লাভ করে শিলচরের খাসী স্টুডেন্ট দল। তারা হারায় কালাইন ফুটবল দলকে।
খাসী স্টুডেন্ট দলের পক্ষ থেকে একটি মাত্র গোল করেন কমল কাসার। আগামী কাল ২১-এপিবিএন কাঠলিছরা বনাম আইলারতলের অংকুর বয়েজ ক্লাব খেলবে বলে জানায় দেশবন্ধু ক্লাবের ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.