উত্তর ২৪ পরগনার ঢেউ' অন্য জেলাতেও ! দলে দলে যোগ বিজেপি থেকে তৃণমূলে
বিশ্বদেব চট্টোপাধ্যায় : বিজেপি থেকে তৃণমূলে যোগদান পর্ব আর শুধু উত্তর ২৪ পরগনাতেই সীমাবদ্ধ নেই। এবার তা ছড়িয়ে পড়েছে হাওড়াতেও। তৃণমূলের তরফ থেকে হাওড়ার বাগনানের দেউটিতে এনআরসি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিজেপি থেকে নেতা-কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেন বলে দাবি করেছে সরকারি দল।
এই দলবদলকারীদের অনেকেই কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলবদলকারীদের হাতে পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ তৃণমূলের সভাপতি পুলক রায়। তৃণমূলের এই কর্মসূচিতে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন গুলশন মল্লিক, সমীর পাঁজা এবং রাজা সেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে. বাগনানেন শরৎ ও ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের হাজারখানেক বাসিন্দা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিলেন। এঁদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। তৃণমূল নেতা পুলক রায় দাবি করেন, ভুল বুঝতে পেরেই তারা তৃণমূলে ফিরে এসেছেন।
কোন মন্তব্য নেই