Header Ads

জল প্রদুষণ রোধ! ,নুনমাটিতে মার্বেলের দুর্গা মূর্তি স্থাপনদেবযানী পাটিকর,গুয়াহাটি।  দুর্গাপূজা শুধু মাত্র বাঙালীদের পুজো নয় ,সমস্ত জাতি জন গোষ্ঠীর লোকেরা এই উৎসবে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ গ্রহন করে।সমাগত দুর্গাপূজা ।কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।তৈরী হচ্ছে পুজোর প্যান্ডেল। সমগ্র দেশের সাথে  রাজ্যেও পূজোর ব্যাপক প্রস্তুতি চলছে ।এবার জল প্রদুষনের ওপর জোর দিয়েছেন নুনমাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। জল প্রদুষণ রোধ করতে নুন মাটিতে এবার স্থাপন করা হয়েছে মার্বেলের দুর্গা প্রতিমা ।এই  দুর্গা প্রতিমা সার্বজনীন দূর্গা মন্দিরে  স্থাপন  করার ব্যবস্থা করা হয়েছে। বৈদিক রীতিনীতিতে এই ব্যতিক্রমী দূর্গার প্রতিমা মন্দির স্থাপন করা হবে ।এ প্রসঙ্গে পূজা সমিতির এক সদস্য বলেন যে মূর্তি বিসর্জনের সময় হওয়া জল প্রদুষেনের কথা চিন্তা করেই ও জল প্রদুষণ কে রোধ করার জন্যই ব্যতিক্রমী পুজোর ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয় করে রাজস্থান থেকে মার্বেলের প্রতিমা নির্মাণ করা হয়েছে।  প্রায় ৮০০
 কেজি ওজনের এই দুর্গা মূর্তিটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ছয় মাস।স্থায়ী ভাবে মন্দিরে এই মূর্তি বসানো হবে আর এখানেই প্রতি বছর পুজো করা হবে।

No comments

Powered by Blogger.