Header Ads

অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে ভয়বাহ নৌকাডুবি, মৃত অন্তত ১৩, নিখোঁজ বহু

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : রবিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাছে গোদাবরী নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্ততপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজে নেমেছে।
পুলিশ সূত্রে খবর ৬০ জন যাত্রীকে নিয়ে গান্ধীপোছাম্মা মন্দির থেকে পাপিকোন্ডালু পাহাড়ের দিকে যাচ্ছিল নৌকাটি।মাঝনদীতে উল্টে যায় নৌকা। গত কয়েকদিন ধরে নিকটবর্তী জলাধার থেকে জল ছাড়ার জন্য নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি ছিল রাজামুন্দ্রির পুন্নামি ট্যুরিজমের।
অন্ধ্রপ্রদেশের পর্যটনমন্ত্রী এম শ্রীনিবাস রাও বলেছেন ,নদীর  জলস্তর বেড়ে যাওয়ার পরও কার অনুমতিতে ব্যক্তিগত মালিকানাধীন নৌকাটি চলছিল তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.