Header Ads

চাঁদার জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদ বনবিভাগের কর্মীদের

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : সম্প্রতি, হাইলাকান্দির বনবিভাগের অফিসের হিসাবরক্ষক তপন দেবের কাছে কিছু ব্যক্তি দুর্গাপূজার চাঁদা আদায় করতে আসেন। তপনবাবু চাঁদা বাবৎ একশো টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু, তারা এটি নিতে বা মানতে অস্বীকার করে। সাথে সাথে তারা ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করে ও অপ্রীতিকর শব্দ ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করার চেষ্টাও করা হয়। এছাড়া, এই বিভাগেরই আরো দুজন বনকর্মী তাদেরকে বুঝাতে চাইলে, আঘাত করার চেষ্টা হয়। সঙ্গে সঙ্গে অফিসে উপস্থিত থাকা অন্যান্য বনকর্মীগণের হস্তক্ষেপে এস.সি.এফ. সুখদেব সাহা ও উপস্থিত কর্মিগণও হেনস্থার হাত থেকেই রেহাই পেতে, তড়িঘড়ি তারা সুরক্ষার জন্য অফিস ঘরের দরজা বন্ধ করতে বাধ্য হন। কিন্তু চাঁদা সংগ্রহকারীরা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা অফিসের সব দরকারি ফাইলপত্র তছনছ করার চেষ্টা চালাতে উদ্ধত হয়। 
উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই গোটা অফিস চত্বর ও কর্মীদের মনে একটা ভয় বিরাজ করছে। এমনকি, সমস্ত কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে অফিস থেকে বেরুতে নিজেদের নিরাপত্তাহীন বোধ করছেন। সবমিলিয়ে এভাবে ধর্মের তথা অন্য কোন অনুষ্ঠানের নাম করে চাঁদা সংগ্রহ করার জুলুমবাজি এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে । চাঁদা আদায়কারীর বক্তব্য, বাহির থেকে এসে এখানে চাকুরী করলে চাঁদা দিতে হবেই। এহেন  চাঁদা নেওয়ার আচরন ধর্মের প্রবিত্রা ও নৈতিকতাকে নষ্ট করে দিচ্ছে। যা, সামাজিক সম্প্রীতির পক্ষে খারাপ। এই সব অশুভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বনবিভাগের কর্মচারীরা। সাথে প্রতিবাদী কর্মসৃচীর পর লিখিত ঘটনার বিবরণটি তুলেদেন বিভাগিও ডি.এফ.ও -র হাতে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য।এ ঘটনার খবরটি জানা যায় বন বিভাগের সূত্রে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.