Header Ads

কাশ্মীরিদের জন্য তলোয়ার হাতে লড়বেন মিয়াঁদাদ

ছবি- সৌজন্য ট্যুইটার।
নয়া ঠাহর প্রতিবেদন : যতদিন যাচ্ছে কাশ্মীর ইস্যুতে হতোদ্যম হয়ে পড়ছে পাকিস্তান । আন্তর্জাতিক মহলেও একমাত্র চিন ছাড়া আর কেউ নেই পাশে পাকিস্তানের । একদিকে পাকিস্তানের নেতারা যেমন হাস্যকর বিবৃতি দিচ্ছেন, তেমনি হাস্যকর বিবৃতিতে কম যাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররাও।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, তলোয়ার হাতে নিয়ে মিয়াঁদাদ বলছেন, কাশ্মীরি ভাইয়েরা চিন্তা করবেন না । আমরা আপনাদের সঙ্গে আছি। আগে ব্যাটে ছক্কা হাঁকাতাম , এখন এই তলোয়ার ব্যবহার করব। ব্যাটে যেহেতু ছক্কা মারতে পারি, তবে তলোয়ার দিয়ে মানুষও মারতে পারব।
মিয়াঁদাদ এও বলেন, খুব দ্রুত তিনি এলওসি ঘুরে আসবেন । মিয়াঁদাদ ও শাহিদ আফ্রিদির মধ্যে কে কার চেয়ে বেশি হাস্যকর বিবৃতি দিতে পারেন তা নিয়ে চলছে জোরদার লড়াই বলে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে মন্তব্য করছেন নেটিজেনরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.