'পাকিস্তান হেরে যাবে ভারতের সঙ্গে যুদ্ধ হলেই' ! ইমরানের স্বীকারোক্তিতে তোলপাড়
বিশ্বদেব চট্টোপাধ্যায় : নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই দুই দেশের কূটনৈতিক তথা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে বারবার পাকিস্তানের তরফ থেকে এসেছে হুমকি, দেওয়া হয়েছে পরমাণু হামলার হুমকিও। তবে বিশ্বদরবারে এই ইস্যুতে বহুবার ব্যাকফুটে চলে যাওয়ার পর এবার খানিকটা ঢোঁক গিলতে বাধ্য হলেন ইমরান।
অল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, ভারতের সঙ্গে যদি 'নিয়মমাফিক' যুদ্ধে পাকিস্তান নামে, তাহলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশপাশি তিনি সাাফ জানিয়েছেন যে, কোনও মতেই পরমাণু যুদ্ধ কখনওই শুরু করবে না ইসলামাবাদ।
ইমরান খান দাবি করেছেন, যখন দুটি পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ শুরু করে, তখন তার পরিণতি হয় পরমাণু যুদ্ধেই। তিনি বলেন, যদি আত্মসমর্পণ আর স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াইয়ের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হয় , তাহলে পাকিস্তান পিছিয়ে পড়বে। হেরে যাবে। তিনি বলেন, আমি জানি স্বধীনতার জন্য পাকিস্তান শেষ শ্বাস পর্যন্ত লড়াই করবে। আর পরমাণু শক্তিধর দুটি দেশ যখন একই সঙ্গে লড়াইয়ের রাস্তায় নামে, তখন তার ফলাফল ভালো হয় না।
প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে ইমরান খান দাবি করেন, কাশ্মীরে যা পরিস্থিতি তাতে বহু মুসলিমকেই 'উগ্রপন্থার' দিকে যেতে হবে। আর ভারতের বিরুদ্ধে এরা সরব হবে। আর তা হবে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর ইস্যুকে সমাধান না করে তবে।
কোন মন্তব্য নেই