Header Ads

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষনে পাণ্ডু ঘটে অনেকেই করলেন তর্পণ



নয়া ঠাহর প্রতিবেদন। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা সন্ধিক্ষণে হয় মহালয়া। দেবীপক্ষের সূচনাতে ভোর থেকেই ব্রহ্মপুত্রের তীরে পিতৃপুরুষের উদ্দেশ্যে  তর্পণ করলেন।অনেকেই ।  নগরের সমস্ত ঘাট গুলিতে ভোর থেকেই ভিড় উপচে পড়েছে। শনিবার সকালে আকাশ ছিল পরিষ্কার। তাই ভোর থেকেই  নগরের সমস্ত ঘাটেই ভিড় ছিল দেখার মতো। আর মাত্র কয়েকটা দিন পরেই পুজা। রবিবার থেকে  দিন থেকে শুরু হয়েছে নবরাত্রি। মহালযার দিনই মৃৎশিল্পীরা মা দুর্গার চক্ষুদান করেন ।তাই  নগরের কুমারটুলি গুলিতেও এখন  মৃৎশিল্পীরা ভীষন ব্যস্ত। মহালয়ার পরেই প্রতিমার অন্তিম পর্যায়ে কাজ শেষ করা হয় ।  মার অন্তিম রূপ দেওয়া হয় ।ওদিকে  ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে নগরের পান্ডু ঘটে তর্পনের আয়োজন করা হয় । সেখানে অনেকেই তর্পণ করে পুজো অর্চনা করে ।পাণ্ডু ঘাটে কাক ভোর থেকেই লোকেরা আসতে শুরু করে ও পুজো অর্চনা করে। মহালয়ার দিন সকালে আকাশ ছিল পরিষ্কার ।তাই অনেক লোকের বাড়ি থেকে বেরিয়ে ঘাট পর্যন্ত বেড়াতে যায় ও  পুনরায় বাড়ি ফিরে যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.