মেঘালয়াতে প্রথমবারের মতো হতে চলেছে 'সবুজ নির্বাচন'
ননী গোপাল ঘোষ, শিলং : আগামী ২১ অক্টোবর মেঘালয়ার সেলা বিধানসভা কেন্দ্রকরে উপনির্বাচন। রাজ্যের প্রাক্তন বিধানসভা অধ্যক্ষ ডাঃ ডনকুপার রয়ের অকাল মৃত্যুর জেরেই এই উপনির্বাচন।
![]() |
| ছবি- সৌজন্য ইন্টারনেট। |
মেঘালয়ার চিফ ইলেকটোরাল অফিসার ফ্রেডরিক আর খারখংগর জানিয়েছেন, তাঁরা এই উপনির্বাচনকে সম্পূর্ণভাবে 'সবুজ নির্বাচন' করতে চলেছেন। তার মানে, এই উপনির্বাচনে কোন ধরণের প্ল্যাস্টিকের সামগ্রী ব্যবহার করা হবে না।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা শনিবারই জানিয়ে ছিলেন, নির্বাচনের প্রচারে কোন ধরনের প্ল্যাস্টিকের সামগ্রী ব্যবহার করা যাবে না। প্ল্যাস্টিকের জায়গায় ব্যবহার করতে হবে পরিবেশ বান্ধব সামগ্রী।
সেলা কেন্দ্রেরে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৩ অক্টোবর। ফলাফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।
প্রয়াত ডাঃ ডনকুপার রয়ের ছেলে বালাজিয়েদ কুপার সিনরেম এই উপনির্বাচনে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির (ইউডিপি) প্রার্থী হতে পারেন। বাকি দলগুলি এখনও প্রার্থী ঘোষণা করেনি।









কোন মন্তব্য নেই