Header Ads

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ নিহত ১০, আহত ৪০

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : আফগানিস্তানের কাবুলে বৃহস্পতিবার ন্যাটোর সদর দফতর ও আমেরিকার দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটাল তালিবান। এই ঘটনায় ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমেরিকার তরফে তালিবানের সঙ্গে মধ্যস্থতাকারী জালমাই খলিলজাদ এর মধ্যেই জানিয়েছেন, দুপক্ষে একটি সমঝোতায় আসা গেছে। আমেরিকা ১৩৫ দিনের মধ্যে পাঁচটি সেনা ঘাঁটি খালি করে দেবে। বর্তমানে আফগানিস্তানে মোট ১৪ হাজার আমেরিকান সেনা রয়েছে।

No comments

Powered by Blogger.