Header Ads

এয়ারসেল ম্যাক্সিস মামলায় চিদম্বরম বা কার্তিকের গ্রেফতার করতে পারবে না ইডি

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিন শীর্ষ  আদালতে নাকচ হলেও এয়ারসেল ম্যাক্সিস মামলায় চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে ইডি যাতে গ্রেফতার না করে সে জন্য নির্দেশ দিল আদালত।
৮০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল ৩৫০০ কোটি টাকার এয়ারসেল ম্যাক্সিস ডিলে। চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন তিনি কিকব্যাক নিয়ে বিদেশি বিনিয়োগে অনুমতি দিয়েছিলেন।
দিল্লি আদালতের রায়ের পর কিছুটা স্বস্তি মিলেছে চিদম্বরম  ও তাঁর ছেলে কার্তির। আদালতের রায়ের পর কার্তি ট্যুইট করে বলেন, তাঁদের কিছুটা জয় হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.