Header Ads

দেশের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী চিদাম্বরম, সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

ছবি-সৌজন্য ইন্টারনেট।
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে দেশের অর্থনৈতিক মন্দাদশার জন্য দায়ী করে আত্মঘাতী হলেন এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিক। এদিন তিনি আত্মহত্যা করেছেন বলে খবর। তার নাম বিজন দাস। তিনি অসমের মঙ্গলদৈ-এর বাসিন্দা।
সুইসাইড নোটে তিনি লিখেছেন, দেশে আর্থিক মন্দা চলছে। তার জন্য পুরোপুরি দায়ী প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেস আমলে তাঁর নীতিপঙ্গুত্বের জন্যই দেশের আজ এই হাল। তিনি নিজেও নানা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই কারণেই এই অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন।
পাশাপাশি সুইসাইড নোটে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানিয়েছেন যাতে, তিনি দেশের অর্থনীতির হাল পুনরুদ্ধারে সচেষ্ট হন। এর পাশাপাশি তাঁর পুত্রের এবং পরিবারের যাতে দেখভাল হয় সেজন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। 
প্রয়াগরাজের একটি হোটেলে তিনি আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। অন্যদিকে চিদাম্বরম আইএনএক্স দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.