কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু পদ্মশ্রী পুরস্কার প্ৰাপ্ত ডাক্তার আলির জন্ম নিয়ন্ত্রণের পাঠ নিলেন
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজু জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সপক্ষে নানা যুক্তি তুলে ধরে দেশ জুড়ে জন সম্পর্ক অভিযান শুরু করেছেন। রবিবার অসমে এসে প্রথমে জনসংখ্যা ও জন্ম নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলির হাতিগাঁওয়ের বাড়িতে এসে ৩৭০ ধারার কার্যকারিতা তুলে ধরে অখণ্ড ভারতের ছবি তুলে ধরেন।
এক সংবিধান এক দেশ হলে দেশের ঐক্য সম্প্রীতি অখণ্ডতা রক্ষা পাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মত পোষণ করেন। অসমের জনসংখ্যা নিয়ন্ত্রণে পদ্মশ্রী ডাক্তার আলি উল্লেখযোগ্য কাজ করছেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই কাজে খুশি হয়ে ডাক্তার আলিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন এবং লালকিল্লার ভাষণে এই প্রথম প্রধানমন্ত্রী দেশের জনবিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। আজ সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সভাপতি রঞ্জিত দাস ও অন্যান্যদের নিয়ে গ্লোবাল হাসপাতালে উপস্থিত হন।
এই হাসপাতালের কর্ণধার ডাক্তার আলি এবং পত্নী সাহেরা বানু বেগম অসমিয়া পরম্পরাগত রীতি মেনে গামছা পড়িয়ে, বরা চালের দই , মিষ্টি খাইয়ে সাদর আপ্যায়ন করেন। ডাক্তার আলি তাঁর বিষয় জন্ম নিয়ন্ত্রন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, অসমে সংখ্যালঘু মুসলিম বসতি অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে আপত্তি ছিল,পরে কোরানের মত ধর্ম গ্রন্থের সাহায্য নিয়ে তাদেরকে বোঝায় জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধর্মগ্রন্থে কোনও বাধা সৃষ্টি করা হয়নি। তারপর সংখ্যালঘু অঞ্চলের মানুষ অনেক সজাগ ও সচেতন হয়, কুসংস্কার হ্রাস পায়। মানুষ এখন জন্ম নিয়ন্ত্রণে সহযোগিতা করছে, বহু বিবাহ দ্রুত কমছে। মুসলিম পরি বারে পরিবারের সংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে ।
ডাক্তার আলী র এই ব্যাখ্যা তে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, এই জন্যই তো আপনি পদ্মশ্রী পেলেন। ডাক্তার আলি বিন্ধ্যশর পাঠকের লেখা দি মেকিং অফ এ লিজেন্ড নামে প্রধানমন্ত্রী ওপর লেখা গ্রন্থ মন্ত্রীকে উপহার দেন। পরে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে এক দেশ এক সংবিধানের মূল্য অপরিসম। তাই ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। সেকথা দেশের মানুষকে বোঝানোর জন্যে জন সম্পর্ক অভিযান শুরু করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আজ লক্ষ্মী নন্দন বরা, গিলবার্ট সন সাংমার মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন।
কোন মন্তব্য নেই