দেশবন্ধু ক্লাব নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে টাইব্রেকারে জয়ী রংঘর রাইস ক্লাব
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল আজ থেকে।প্রথম দিনের খেলায় টাইব্রেকারে জয়ী হয় রংঘর রাইস ক্লাব। আজকের খেলায় যে দুটি পরষ্পর মুখোমুখি হয়েছে তারা হল বিহাড়া রাসু ফুটবল দল বনাম রংঘর রাইস ক্লাব। খেলা হয় মোট ৬০ মিনিট। নির্ধারিত সময়ে উভয় পক্ষ গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাই ব্রেকার ৫—৪ গোলে রংঘর রাইস ক্লাব জয়ী হয়। উভয় দল ভালো খেলেছে। উভয় দল গোল করার অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে উভয় পক্ষের ভালো প্রদর্শনে দর্শকরা বেশ উপভোগ করে খেলাটি।
এদিকে খেলা শুরু হওয়ার আগে দেশবন্ধু ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাব সম্পাদক (অফিসিয়েল) অজিত রায় চৌধুরী। এতে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গড়েরভিতর জিপি সভানেত্রীর প্রতিনিধি জয়দীপ দেব, বিক্রমপুর সমবায় সমিতির চেয়ারমেন হুরমত আলী,বিশিষ্ট শিক্ষক নিরূপম নাথ, বিশিষ্ট ব্যবসায়ী সুজু দেব,দেবু ঘোষ,বুরুঙ্গা জিপি সভাপতি নজমূল হোসেন, বিহাড়া সেবাশক্তি ক্লাবের সভাপতি পিংকু রায় হালদার, ক্লাব কর্মকর্তা বিপ্লব কর চৌধুরী সহআরও অনেকে । অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশবন্ধু ক্লাবের কার্যকরী সম্পাদক কানাইলাল ভট্টাচার্য ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্ত্তী ও বিধুভূষন দাস।রেফারির ভূমিকায় ছিলেন কিরন সুরেন, সহকারী প্রবাল বর্মন ও সেনাপতি, ফোর্থ রেফারি আলি আকবর বড়ভূইয়া।
দেশবন্ধু ক্লাবের সম্পাদক (অফিসিয়েল)অজিত রায় চৌধুরী সহ সম্মানিত অতিথিরা প্রথমে দুই দলের খেলোয়াড় দের সাথে পরিচিত হন। এরপর খেলা শুরু হয়। আগামী কালের ম্যাচে মুখোমুখি হচ্ছে কালাইন ফুটবল দল বনাম শিলচর খাসি স্টুডেন্টস। আজকের খেলায় খেলা পরিচালনায় দর্শকরা সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান দেশবন্ধু ক্লাবের কার্যকরি সম্পাদক কনাইলাল ভট্টাচার্য ও ক্লাবের ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্ত্তী।
কোন মন্তব্য নেই