৬৬তম জাতীয় চলচ্চিত্ৰ পুরস্কারে সেরা বাংলা ছবি ‘এক যে ছিল রাজা’
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
সেরা সংলাপের জন্য সম্মান পেয়েছেন চূৰ্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ), সেরা পরিচালকের সম্মান পেয়েছেন উরি- দ্য সাৰ্জিকৈল স্ট্ৰাইকের পরিচালক আদিত্য ধর। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন উরি ছবির অভিনেতা ভিকি কৌশল এবং অন্ধাধুন ছবির আয়ুষ্মান খুরানা। সেরা সামাজিক ছবির সম্মান পেয়েছে ‘প্যাডম্যান’।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ইন্দ্ৰদীপ দাশগুপ্তের প্ৰথম ছবি কেদারা। শ্ৰেষ্ঠ তামিল ছবি বরম, সেরা মালয়ালম ছবি সুদানি ফ্ৰম নাইজেরিয়া। সেরা তেলেগু ছবি মহান্তি, সেরা অসমিয়া ছবি বুলবুল ক্যান সিং। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পাচ্ছে ফেলুদা। সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং, গায়িকা বিন্ধুমালিনী। মোট ৪১৯ টি ফিল্ম থেকে বাছাই করে ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়।
৬৬তম জাতীয় পুরস্কারে ভাওয়াল সন্ন্যাসী মামলা নিয়ে তৈরি বাংলা ছবি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ এবার শ্ৰেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার পেল।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সেরা হিন্দি ছবি- অন্ধাধুন, সেরা চিত্রনাট্য- অন্ধাধুন, সেরা সঙ্গীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত), সেরা পুরুষ কণ্ঠ- অরিজিৎ সিং, ‘পদ্মাবত’ ছবিতে ঘুমর গান সেরা কোরিওগ্ৰাফির পুরস্কার পেয়েছে, সেরা ব্যাকগ্ৰাউন্ড স্কোর- উরি-দ্য সাৰ্জিকাল স্ট্ৰাইক, সেরা সহ অভিনেত্ৰী- সুরেখা সিক্ৰি (বধাই হো)।
সেরা সংলাপের জন্য সম্মান পেয়েছেন চূৰ্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ), সেরা পরিচালকের সম্মান পেয়েছেন উরি- দ্য সাৰ্জিকৈল স্ট্ৰাইকের পরিচালক আদিত্য ধর। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন উরি ছবির অভিনেতা ভিকি কৌশল এবং অন্ধাধুন ছবির আয়ুষ্মান খুরানা। সেরা সামাজিক ছবির সম্মান পেয়েছে ‘প্যাডম্যান’।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ইন্দ্ৰদীপ দাশগুপ্তের প্ৰথম ছবি কেদারা। শ্ৰেষ্ঠ তামিল ছবি বরম, সেরা মালয়ালম ছবি সুদানি ফ্ৰম নাইজেরিয়া। সেরা তেলেগু ছবি মহান্তি, সেরা অসমিয়া ছবি বুলবুল ক্যান সিং। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পাচ্ছে ফেলুদা। সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং, গায়িকা বিন্ধুমালিনী। মোট ৪১৯ টি ফিল্ম থেকে বাছাই করে ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই