Header Ads

কাশ্মীর ইস্যুতে চিনের কাছে থেকেও হতাশাই পেল পাকিস্তান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে চিনের কাছে থেকেও হতাশাই পেল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেন বিলোপ নিয়ে চিন সফরে রয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মেহমুদ কুরেশি। উপত্যকায় ৩৭০ রদ নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্তৰ্জাতিক মহলে ভারতকে চাপে ফলতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। 
                                                             ছবি, সৌঃ আন্তৰ্জাল
কুরেশির বেজিং সফর ঘিরে চিনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে লেখা আছে- ‘‘পাকিস্তান ও ভারত দুপক্ষকেই আমরা আহ্বান জানাই যা বিতৰ্ক আছে, আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে তা মিটিয়ে নিক। কোনও পক্ষেরই উচিত নয়, একতরফা ভাবে কিছু পরিবৰ্তন করা। সবারই উচিত উত্তেজনা প্ৰশমনে সচেষ্ট হওয়া।’’ তবে চিন আলাদাকরে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে কিছু উল্লেখ করেনি।
আগামী ১১ আগস্ট ৩ দিনের বেজিং সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর। তখন চিনের বিদেশমন্ত্ৰী ওয়াং ই-র সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.