Header Ads

আরএসএস তাদের কার্যালয়ে জাতীয় পতাকা তুলতে দেয় নি, এখন দেশ ভক্তি দেখাচ্ছে মন্তব্য কংগ্রেস সভাপতি রিপুন বরার

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ

 গুয়াহাটি  রাজীব ভবনে আজ ১৯৪২ সালের ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে দেশের প্রাচীনতম দল কংগ্রেসের মহান ত্যাগের কথা স্মরণ করে রাজ্য সভাপতি রিপুন বরা আজ অৰ্থাৎ শুক্ৰবার বলেন, কংগ্রেস দল নিঃশেষ হয়ে যাবে বলে মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে, অন্য দল থেকে অনেকে কংগ্রেস দলে যোগ দিতে চাইছে। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল
 
বিজেপির সমালোচনা করে বলেন  কংগ্রেস দলের ব্রিটিশবিরোধী আন্দোলন হিন্দু মহাসভা, সমর্থন করেনি এমনকি আরএসএস কার্যালয়ে জাতীয় পতাকা পৰ্যন্ত তুলতে দেওয়া হয়নি, সেই বিজেপি এখন বেশি দেশ ভক্ত প্রমান করতে চাইছে। ভুবনেশ্বর কলিতা পদত্যাগ সম্পর্কে বলেন, তিনি আদৰ্শ জনিত কারণে দল ছাড়েননি। দল তাঁকে বহু কিছু দিয়েছে, বিজেপির প্রলোভনে পা দিয়েছেন তিনি। বলেন দড়িতে বেঁধে কাউকে দলে রাখা যায় না। দল বিরোধী কাজে লিপ্ত দুলু আহমেদ সম্পর্কে বলেন দলের অনুশাসন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান চারটি কেন্দ্রে উপ নির্বাচনের জন্যে দল প্রস্তুত। কংগ্রেস দলের বয়োজ্যেষ্ঠ নেতা ডাঃ ভুমিধর বর্মন বলেন দলের মধ্যে যে ক্ষোভ আছে তা প্রশমনে পারস্পরিক কথা বার্তার প্রয়োজন আছে।
 
 বয়োজ্যেষ্ঠ নেতা শরত বড়কটকি বলেন দলে পরিবর্তন আনতে হবে, তিনি দল কি পুনর্গঠনের কথা বলেছেন তা স্পষ্ট করেন নি। তিনসুকিয়ার প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র সিং বিজেপি তে গেলেন, ভরত নরহ   এবং রানী নরহ বিজেপিতে যাচ্ছেন। কংগ্রেস দলে মহিলাদের মধ্যে এক ক্ষোভ আছে। আজ সভাতে এক মহিলা নেত্রী স্বভাবত ক্ষোভ উগরে বলেন, দলে মহিলাদের গুরুত্ব দেওয়া হয় না। মঞ্চে বসতে দেওয়া হয় না। তবে কংগ্রেস দলের অন্যতম নেত্রী ববিতা শর্মা দাবি করেন কংগ্রেস দল যেমন ছিল তেমন আছে, কেউ দল ছাড়লেও কংগ্রেস দলের শক্তি হ্রাস পায় নি। 
 
চিত্ত পাল লামডিং অঞ্চলে আসন্ন পুরভোট নিয়ে প্রচারাভিযান চালাচ্ছেন। তিনি বলেন দলের অবস্থা ভাল, এবার কয়েকটি পুরোবোর্ড গঠন করতে পারবে। কেউ দল ছাড়লেও দলের ক্ষতি হবেনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.